E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংস্কৃতিক অনুষ্ঠান

‘খুঁজছে তোমায় নন্দিত বাউফল’

২০১৭ ডিসেম্বর ২৮ ১৭:৫১:১৭
‘খুঁজছে তোমায় নন্দিত বাউফল’

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার ৬৭টি হাই স্কুল ও ৬০টি মাদ্রসা শিক্ষার্থীদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ‘খুঁজছে তোমায় নন্দিত বাউফল’ শিরোনামে সহ-শিক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে তার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, ০২ জানুয়ারী থেকে ০৭ জানুয়ারী উপজেলা পর্যায়ের চুরান্ত পর্ব শেষে ২০ জানুয়ারী প্রতিযোগিতার সমাপণী ও পুরস্কার বিতরণ করা হবে।

এর আগে উপজেলার চারটি ভ্যানুতে অনুষ্ঠিত হয় বাছাই পর্ব। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন অনুকরণে বক্তৃতা, লোক নিত্য, উচ্চাঙ্গ নিত্য, কৌতুক, অভিনয়, দেশাত্ববোধক গানসহ বাউফলের গ্রামীন কৃষ্টি-কালচার ও ঐতিয্য তুলে ধরে বিভিন্ন ইভেন্টে উপজেলা পর‌্যায়ে অংশগ্রহনকারী কয়েকশ’ শিক্ষার্র্থীর মধ্যে মোট ৩০৪ জনকে পুরস্কার ও সনদ প্রদান করা হবে।

মোট ২৯টি ইভেন্টের প্রত্যেকটিতে অংশ নেবে চার ভ্যানু থেকে উঠে আসা স্কুল-মাদ্রাসার ৮জন করে শিক্ষার্থী। ২ জানুয়ারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইনের উপস্থিতিতে অনুষ্ঠানের উদ্বোধন করবেন জেলা প্রশাসক ড. মাছুমুর রহমান। ২০ জানুয়ারী উপজেলা চত্বরের স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ও মুক্তিযোদ্ধা মঞ্চে চুরান্ত ফলাফল ঘোষণা শেষে জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম ফিরোজ বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করবেন।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘উপজেলা পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের জন্য মোট পাঁচ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে।এ ধরণের অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ইতিহাস, ঐতিয্য, সংস্কৃতি, কৃষ্টি-কালচার তুলে ধরাসহ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে ও মাদকমুক্ত সমাজ বিনির্মানের মাধ্যমে দেশের মধ্যে স্থান করে নেবে এ উপজেলা।’

উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মজিবুর রহমান বলেন, ‘ইতি মধ্যে বাউফল উপজেলা পরিষদের উদ্দেগে প্রবর্তিত প্রাথমিকে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি, বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্ণামেন্ট ও তথ্যকনিকা নামে স্মারক গ্রন্থ সারা দেশের উদাহরন ও মডেল হিসেবে স্থান করে নিয়েছে।এবারের ‘খুঁজছে তোমায় নন্দিত বাউফল’ শিরোনামে সহ-শিক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক অনুষ্ঠানটিও দেশের মডেল অনুষ্ঠান হবে।’

উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে সভায় অনুষ্ঠানের সাফল্য কামনাসহ বিভিন্ন দিক তুলে ধরে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মজিবুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. মোশারফ হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা প্রমুখ।

(এমএবি/এসপি/ডিসেম্বর ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test