E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাউফলে প্রাক-প্রাথমিকের বই উৎসব 

দশ হাজারের বেশী শিক্ষার্থী পায়নি নতুন বইয়ের সুবাস  

২০১৮ জানুয়ারি ০১ ২০:৫৩:০৩
দশ হাজারের বেশী শিক্ষার্থী পায়নি নতুন বইয়ের সুবাস  

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : বই উৎসবের দিন।বছরের প্রথম ও বই উৎসবের দিনে বই হাতে পেয়ে শিক্ষার্থীরা যখন আনন্দে ব্যাকুল ও আত্মহারা তখন নতুন বইয়ের ঘ্রান পায়নি পটুয়াখালীর বাউফলের প্রাক-প্রাথমিকের দশ হাজারের বেশী শিশু শিক্ষার্থী।

নাম প্রকাশে অনিচ্ছুক পৌর সদর লাগোয়া প্রাথমিক বিদ্যালয়ের কয়েক প্রধান শিক্ষক জানান, বই উৎসবের দিনে উপজেলার প্রাক-প্রাথমিকের দশ হাজারোর্ধ শিশু শিক্ষারর্থীর হাতে ওঠেনি নতুন বই। তবে প্রতিবছরই ‘আমার বাংলা’ নামে প্রাক-প্রাথমিকের শিশু শিক্ষার্থীর হাতে এ বইটি নির্ধারিত সময়ের পরে
পৌঁছে বলেও জানান কেউ কেউ।উপজেলার কোন স্কুলেই বরাবরের মতো এবছরও বইটি সরবরাহ করেনি উপজেলা শিক্ষা অফিস। এতে শিশু শিক্ষার্থীদের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও অশঙ্কা প্রকাশ করেন কয়েজন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসসুত্রে জানা গেছে, এ বছর প্রাক-প্রাথমিকের ৮৪০০ বইয়ের চাহিদা সরবরাহ করা হলেও বইগুলো এখনো এসে পৌঁছেনি। তবে চাহিদা অনুযায়ী অন্যান্য ক্লাসের ২০২৪৪৬বই থেকে বিভিন্ন স্কুলে মোট ১৮৪৭৪০ বই বিতরণ করা হয়েছে।

বিষয়টি জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিয়াজুল ইসলামের মোবাইলফোনে ০১৮৬৬৯৫২৩৪৬ কল করা হলে তিনি রিসিভ করেননি।

তবে বই বিতরণের দায়িত্বে থাকা উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মাইনুল ইসলাম জানান, ২৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০টি কিন্ডার গার্ডেন, মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন ২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অনুমোদন নিয়ে আসা আরো ১০টি

প্রাথমিক(মোট-১৫৭টি)বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে।প্রাক-প্রাথমিকের বই এসে পৌঁছামাত্র তা বিদ্যালয়ে পাঠানো হবে।

এছাড়া উপজেলার মোট ৬২টি হাই স্কুল ও ৬৭ টি মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে পালিত হয় বই উৎসব। মাধ্যমিকের স্কুল পর্যায়ে চাহিদা অনুযায়ী ১৮৩৫০০ বই থেকে ৮০% ও দাখিল পর্যায়ে ৩৪৭৫০০ চাহিদার অনুকুলে পাওয়া ৩৪১৫০০ বই থেকে বিতরণ করা হয় ৪০% বই। মাধ্যমিকে ৮ম শ্রেণির কৃষি শিক্ষা, দাখিলে ৯বম শ্রেণির কুরআন মাজিদ ও হাদিস শরিফ, ৭ম ও ৮ম শ্রেণির আকাঈদ ও ফিকাহ এই পাঁচ বিষয়ের নতুন বইও পৌঁছেনি শিক্ষার্থীদের হাতে। নতুন বই পৌঁছেনি বাউফলের কয়েক মাদ্রাসার ইবতেদায়ি ৫ম শ্রেণির শিক্ষার্থীদের হাতেও।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘ আমরা নিশ্চয়তা দিচ্ছি প্রাক-প্রাথমিকসহ কোন স্কুল-মাদ্রাসার একটি ছাত্র-ছার্ত্রীও বই ছাড়া থাকবে না। প্রাক-প্রাথমিকের বইগুলো আগামি ১০ দিনের মধ্যে উপজেলায় পৌছঁদিবে বলে নিশ্চয়তা দিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ।

ইবতেদায়ি ৫ম শ্রেণির বই ইতিমধ্যে উপজেলায় পৌঁছে গেছে। আমরা দ্রুত তা শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর ব্যাবস্থা করছি। উৎসবের দিনে নতুন বই হাতে পেয়ে দারুন খুসি শিক্ষার্থীরা।’

(এএবি/এসপি/জানুয়ারি ০১, ২০১৮)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test