E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কনকনে শীতে কাঁপছে বাউফলের মানুষ

২০১৮ জানুয়ারি ০৬ ১৮:০১:০৪
কনকনে শীতে কাঁপছে বাউফলের মানুষ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : বাউফলে শীতের তীব্রতায় জনজীবন অচল হয়ে পরেছে। শোচনীয় হয়েছে চর এলাকার কৃষি ও জেলে শ্রমিকসহ হতদরিদ্র মানুষের অবস্থা। মোটা কাপড়ের অভাবে গায়ে চট জড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। কেউ কেউ খড়কুটা জ্বালিয়ে আগুনের ওম নিচ্ছেন।

এদিকে শীতের প্রকোপে হাসপাতালে বাড়ছে অ্যাজমা, নিউমোনিয়া ও ডায়েরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মা ও শিশু ওয়ার্ডে জানালায় কপাট না থাকায় শৈত্য প্রবাহে কষ্ট পাচ্ছেন চিকিৎসাধিন রোগীরা। হিম-বাতাস থেকে রক্ষা পেতে ছালার চট ঝুঁলিয়ে দিয়েছে তারা খোলা জানালায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত কয়েক দিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কয়েকশ’ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।’ সরকারী সহযোগিতার পাশাপাশি বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাড়াবার জন্য আহবান জানান তিনি ।

(এমএবি/এসপি/জানুয়ারি ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test