E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি

২০১৮ ফেব্রুয়ারি ২৮ ১৬:২৩:০৩
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ময়মনসিংহের গৌরীপুরের বুধবার (২৮ ফেব্রুয়ারি) সাধারণ ছাত্র ও যুবসমাজের উদ্যোগে উপজেলা সদরের কৃষ্ণচূড়া চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে।

গৌরীপুর সরকারি কলেজের স্নাতকের শেষ বর্ষের শিক্ষার্থী চায়না রানী সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান খসরুজ্জামান বাবুল, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, প্রভাষক সেলিম আল রাজ, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, পূর্বকন্ঠের প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ, সাংবাদিক আনোয়ার হোসেন শরীফ, এইচটি তোফাজ্জল, গোলাম কিবরিয়া, মোখলেছুর রহমান, রাকিবুল হাসান শিপন, শামসুজ্জামান আরিফ, হারুন অর রশীদ, তৌহিদুল ইসলাম সুফল প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, আমাদের দেশের মানুষের গড় আয়ু যখন ৪৫ বছর ছিলো তখন চাকুরিতে প্রবেশের বয়স ছিলো ২৭ বছর, আয়ু বেড়ে ৫০ হলে তা ৩০ করা হয়। এখন বেড়ে ৭১ হওয়ার পরও চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর থাকতে পারেনা। এই বয়স অন্তত ৩৫ হওয়া উচিত। একই সাথে শিক্ষাক্ষেত্রে সেসনজট ও নানা জটিলতায় অনেক সম্ভাবনাময় যুবক বেকার হয়ে পড়ছে উল্লেখ করে ৩৫বছর করার জোর দাবী জানানো হয়।

(এসআইএম/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test