E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামইরহাটে মোটরশ্রমিক আটকের প্রতিবাদে কর্মবিরতি

২০১৮ মার্চ ২৭ ১৭:২১:১৫
ধামইরহাটে মোটরশ্রমিক আটকের প্রতিবাদে কর্মবিরতি

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে মোটর শ্রমিক ইউনিয়নের ৩ সদস্যকে আটকের প্রতিবাদের শ্রমিকরা অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি শুরু করেছে। আটক শ্রমিকদের মুক্তির দাবীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নওগাঁর সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। আকস্মিক কর্মবিরতির ফলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

জানা গেছে, সোমবার দুপুর ১টায় দিকে ধামইরহাট থেকে কালিমী পরিবহনের (ঢাকা-জ,৪৫৭৩) বাসটি নওগাঁর উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে উপজেলার ফতেপুর নামকস্থানে রাস্তা পারাপারের সময় হ্যাপি (৭) নামে এক শিশুর সঙ্গে ধাক্কা লাগে। তাৎক্ষনিক গুরুতর জখম অবস্থায় শিশুটিকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি রামেকে চিকিৎসাধীন রয়েছে।

শিশু হ্যাপী উপজেলার আড়ানগর ইউনিয়নের চকভবানী গ্রামের নুরল হুদার মেয়ে। দূর্ঘটনার সময় বাসটিকে জনতা ধাওয়া করলে বাসের চালক পত্নীতলা বিজিবি ক্যাম্পে বাসসহ আশ্রয় নেয়। পরে বিজিবি পুলিশের কাছে বাসের চালক মোখলেছুর রহমান (৪৫), চালকের সহকারী মাহফুজুল হক (২২) ও সুপারভাইজার আব্দুর রাজ্জাক (৪০) কে হস্তান্তর করে। ওই দিন ধামইরহাট থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলা নং-২৭,তারিখ ২৭/০৩/১৮। মামলার প্রেক্ষিতে পুলিশ আসামিদের আটক এবং বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে শ্রমিক আটকের প্রতিবাদে ধামইরহাটের বাস শ্রমিকরা পরিবহন চলাচল বন্ধ করে দেয়। শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করতে থাকলে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মঙ্গলবার দুপুরে আসামীদেরকে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ রকিবুল আকতারের নেতৃত্বে কড়া পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মু. রকিবুল ইসলাম বলেন, পুলিশ বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে একটি সড়ক দূর্ঘটনার মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে ৩ মোটর শ্রমিক আটকের প্রতিবাদে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।

এ ব্যাপারে নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, মোটর শ্রমিকদের আটকের প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টা থেকে শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। আটককৃত শ্রমিকদের জামিন না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

(বিএম/এসপি/মার্চ ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test