E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি গ্রাম বিদ্যুতায়িত হবে’

২০১৮ এপ্রিল ০১ ১৭:৩০:৫১
‘ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি গ্রাম বিদ্যুতায়িত হবে’

নওগাঁ প্রতিনিধি : বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি বলেছেন, সরকার চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে। আর আগামী ৩০ জুনের মধ্যে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যুতায়িত করবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের আনাচে কানাচে আলোকিত হচ্ছে। আলোকিত হলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।

রবিবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী তাঁর বর্ক্তৃতায় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে যেভাবে দেশ পরিচালনা করছেন, তাতে বিশ্বে ব্যাপক আলোচিত হয়েছেন। এখন বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নামে পরিচিতি বহন করছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী পোরশা সাপাহার নিয়ামতপুর উপজেলাসমুহে আমের ব্যাপক উৎপাদনের কথা উল্লেখ করে বলেন, এই এলাকায় আমের প্রক্রিয়াজাত করনে প্রয়োজনীয় শিল্পায়িত হলে এই এলাকায় গ্যাস সরবরাহ করা হবে। যেহেতু বর্তমান সরকার সারাদেশে পরিকল্পিতভাবে শিল্প এলাকা গড়ে তুলতে বদ্ধ পরিকর। সেহেতু প্রয়োজন হলে বিদ্যুৎ প্রয়োজন হলে গাস সরবরাহ নিশ্চিত করা হবে। এ ক্ষেত্রে তিনি আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে আগামী ৫ বছরের জন্য এ সরকরাকে আবারো ক্ষমতায় আনতে হবে বলে তিনি জনগনের প্রতি আহবান জানান।

তিনি বলেন, সবেমাত্র আমরা উন্নত দেশে প্রবেশ করেছি। কাংখিত উন্নয়নশীল দেশে পরিনত করতে হলে আগামাী ৫ বছর আমাদের কাজ করতে হবে। জনগনকে সেই সুযোগ আমাদের দিতে হবে।

বিদ্যুত প্রতিমন্ত্রী পোরশা উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৫ হাজার ৮শ’ ৯১ জন গ্রাহকের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান উদ্বোধন করেন।

এর মধ্যে নিতপুর ইউনিয়নে ১৮২৬ জন, তেতুলিয়া ইউনিয়নে ১২৪৪ জন, ছাওড় ইউনিয়নে ৭৭১ জন, গাংগুড়িয়া ইউনিয়নে ৩৬৮ জন, ঘাটনগর ইউনিয়নে ৮৩২ জন এবং মুর্শিদপুর ইউনিয়নে ৮৫০ জন গ্রাহক। পল্লী বিদ্যুৎ সমিতি-২ মোট ১৩ কোটি ৪১ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে ৮৩ দশমিক ২৩৮ কিলোমিটার লাইানেজ সম্পন্ন এসব প্রকল্প বাস্তবায়ন করেছে।

উপজেলার কালিনগর কাতিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে পোরশা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক সমাবেশে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার বাবলু এমপি, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ এনামুল হক, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল হোসেন এবং স্থানীয় গাংগুড়িয়া কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মনজুর মোরশেদ ।

(বিএম/এসপি/এপ্রিল ০১, ২০১৮)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test