E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাউফলে আ. লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা, আহত ১

২০১৮ এপ্রিল ১৬ ১৮:৩৯:২৪
বাউফলে আ. লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা, আহত ১

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলের নগরেরহাট এলাকায় আজ সোমবার দুপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে।

এসময় পিটিয়ে জখম করা হয় কাবিল মৃধা (৩০) নামে এক যুবলীগ কর্মীকে। ভাঙচুর ও লুটপাট করা হয় ইউনিয়ন ছাত্রলীগের কার্যালয়সহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠান।

আহত কাবিল মৃধাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগের দু’গ্রুপ নওমালা ইউপির বর্তমান চেয়ারম্যান শ্রমিকলীগের উপজেলা সাধারণ সম্পাদক মো. শাহজাদা হাওলাদার ও সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. কামাল হোসেন বিশ্বাস গ্রুপের মধ্যে এ পর্যন্ত অন্তত ২০-২৫ বার ঘটে সংঘর্ষ ও হামলা-মামলার ঘটনা।

সর্বশেষ আজ সোমবার দুপুরের দিকে ওই ইউপির নগরের হাট এলাকায় শাহজাদা হাওলাদারের সমর্থক নওমালা আবদুর রশিদ খান ডিগ্রি কলেজশাখা ছাত্রলীগের সভাপতি বেল্লাল হোসেনের (২৩) সঙ্গে কথা-কাটাকাটি হয় কামাল হোসেন বিশ্বাসের সমর্থক যুবলীগ কর্মী কাবিল মৃধার (৩০)। একপর্যায়ে ছাত্রলীগ নেতা বেল্লাল ও তার লোকজন পিটিয়ে আহত করে কাবিলকে। এরপর কাবিলের চাচাতো ভাই ইউনিয়ন যুবলীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেনের (৩৫) নেতৃত্বে ২৫-৩০ জন মিলে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় ইউনিয়ন ছাত্রলীগের কার্যালয়ে। ভাংচুর করা হয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবিসহ, টেলিভিশন ও বিভিন্ন আসবাবপত্র। ভাঙচুর ও লুটপাট করা হয় ওই এলাকার জাহাঙ্গীর হোসেনর খাবার হোটেল, শাহিনের শান্তা ফ্যাশন, জামালের ওয়ার্কশপেও।

জাহাঙ্গীর হোসেনের অভিযোগ, ‘হামলাকারীরা ভাঙচুর করে ১৭ হাজার টাকাও লুটে নেয় তার।’ এ ঘটনার পর পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয় সেখানে।

বাউফল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

(এমএবি/এসপি/এপ্রিল ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test