E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাউফলে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য নিহত

২০১৮ এপ্রিল ২১ ১৭:৫৭:২২
বাউফলে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য নিহত

বাউফল (পটুয়াখালী) প্রতনিধি : আধিপত্য বিস্তারের জের ধরে পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগরে প্রতিপক্ষ গ্রুপের হামলায় রফিক হাওলাদার (৪৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন । আজ শনিবার সকালে নওমালা ইউপির ভাঙ্গাব্রিজ এলাকায়  প্রতিপক্ষের ইট পাটকলেরে আঘাতের পর উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করনে।

এ হামলার ঘটনায় আহত হয়েছেন ওই ইউপির চেয়ারম্যান শাহজাদা হাওলাদার (৪০), বেল্লাল হাওলাদার (২৫), শামিম মজুমদার (২০), হাফিজুর রহমান (২২) ও সেলিম সরদারসহ (৫০) অন্তত আরো ১০ জন।

এ ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। বন্ধ রয়েছে স্থানীয় আশুরির হাট, নগরের হাট ও ভাঙ্গাব্রিজ এলাকার প্রায় দুই শতাধিক ব্যাবসা প্রতিষ্ঠান। আগেভাগে ছুটি হয়ে যায় ওই এলাকার নওমালা ডিগ্রি কলেজ, নওমালা মাধ্যমিক বিদ্যালয়, নওমালা সিনিয়র মাদ্রাসা ও দুটি প্রাইমারি স্কুলসহ আশপাশের পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগের দু’গ্রুপ নওমালা ইউপির বর্তমান চেয়ারম্যান শ্রমিকলীগের উপজেলা সাধারণ সম্পাদক মো. শাহজাদা হাওলাদার ও সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. কামাল হোসেন বিশ্বাস গ্রুপের মধ্যে এ পর্যন্ত অন্তত ২০-২৫ বার ঘটে সংঘর্ষ ও হামলা-মামলার ঘটনা।

সর্বশেষ আজ শনিবার সকালে চেয়ারম্যান শাহজাদা হাওলাদার পটুয়াখালী সদর থেকে ১৬-১৭ টি মোটরসাইকেলযোগে দলবল নিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ গ্রুপের আলমগীর মৃধা ও কবির মৃধারে নেতৃত্বে দেড়-দুইশ’ জন মিলে ভাঙ্গাব্রিজ এলাকায় সড়কে হামলা চালায়।

এসময় ইটপাটকেলের আঘাতে আহত হন ওই ইউপির ৬ নম্বর ওয়ার্ডের মেম্বর রফিক হাওলাদার। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত. ঘোষনা করেন তাকে। এ সময় আহত হন চেয়ারম্যান শাহজাদা হাওলাদারসহ অন্তত আরো দশজন। ভাঙচুর করা হয় দু’টি মোটরসাইকেল।

নাম প্রকাশে অনিচ্ছুক ভাঙাব্রিজ এলাকার অবসর প্রাপ্ত এক সেনা সদস্য বলেন, ‘এ ঘটনার পর সাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দু’পক্ষের উত্তেজনায় বন্ধ রয়েছে আশুরির হাট, নগরের হাট ও ভাঙ্গাব্রিজ এলাকার প্রায় দুই শতাধিক ব্যাবসা প্রতিষ্ঠান। আগেভাগে ছুটি হয়ে গেছে স্থানীয় নওমালা ডিগ্রি কলেজ, নওমালা হাই স্কুল, নওমালা সিনিয়র মাদ্রাসা ও দুটি প্রাইমারি স্কুলসহ আশপাশের পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান।

স্থানীয় ও দলীয় সুত্রে জানা গেছে, ‘গত সোমবার (১৬ এপ্রিল) নগরের হাট এলাকায় শাহজাদা হাওলাদারের সমর্থক নওমালা আবদুর রশিদ খান ডিগ্রি কলেজশাখা ছাত্রলীগের সভাপতি বেল্লাল
হোসেনের সঙ্গে কামাল হোসেন বিশ্বাসের সমর্থক যুবলীগ কর্মী কাবিল মৃধার কথা-কাটাকাটির একপর্যায়ে ছাত্রলীগ নেতা বেল্লাল ও তার লোকজন পিটিয়ে আহত করে কাবিলকে।

এরপর কাবিলের চাচাতো ভাই ইউনিয়ন যুবলীগের সাবেক ত্রান বিষয়ক সম্পাদক আলমগীর হোসেনের (৩৫) নেতৃত্বে ২৫-৩০ জন মিলে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে ইউনিয়ন ছাত্রলীগের কার্যালয়সহ তিনটি ব্যাবসা প্রতিষ্ঠানে ভাংচুর করে।

আহত কাবিল এখনও ভর্তি রয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে । তারই জেরে পরিকল্পিত আজকের এ হামলার ঘটনা ঘটে।

নিহত ইউপি সদস্য রফিক হাওলাদারের হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করে চেয়ারম্যান শাহজাদা হাওলাদার বলেন, ‘আমাকে পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে প্রতিপক্ষ এ হামলার ঘটনা ঘটিয়েছে।’

এ ব্যাপারে বাউফল থানার ওসি মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এ লাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’

(এমএবি/এসপি/এপ্রিল ২১, ২০১৮)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test