E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় জমি নিয়ে সাবেক দুই চেয়ারম্যানের দ্বন্ধ

২০১৮ এপ্রিল ২৩ ১৭:০২:২৫
কলাপাড়ায় জমি নিয়ে সাবেক দুই চেয়ারম্যানের দ্বন্ধ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউনিয়নে একই মৌজার তিন একর সম্পত্তি নিজের দাবি করছেন ধুলাসার ইউনিয়নের সাবেক দুই চেয়ারম্যান। আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত এই দুই চেয়ারম্যান হলেন অধ্যক্ষ মহিববুর রহমান ও কেএম খালেকুজ্জামান।

বিএনপি সমর্থিত সাবেক চেয়ারম্যান কেএম খালেকুজ্জামান দাবি করেণ, তার ক্রয় করা জমি দখল করে এখন বালু ভরাট করে দখলের পায়তারা চালাচ্ছে। এ জমি নিয়ে আদালতে মামলা চললেও প্রকাশ্যে ড্রেজার দিয়ে বালু ভরাট করা হয়েছে। এ জমি ভরাটে বাঁধা দিতে গেলে তাঁকে খুন জখমের হুমকি দেন অধ্যক্ষ মহিববুর রহমান ও তার সহযোগীরা। মহিববুর রহমান ৩৫৭ নং খতিয়ান থেকে জমি ক্রয় করে বুঝ না পেয়ে তাঁর জমি দখলের পায়তারা করছে। যা তিনি ২০০৩ সালে ক্রয় করেছেন। রোববার কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিঁনি এ অভিযোগ করেণ।

অপরদিকে আলহাজ্ব জালাল উদ্দিন কলেজের অধ্যক্ষ মহিববুর রহমান দাবি করেণ, এই জমি তিঁনি ২০০২ সালের ২৮ অক্টোবর ক্রয় করেছেন। যার দলিল নং ৩০১০/০২। ধুলাসার মৌজার ৩৫৭ নং খতিয়ানে এ জমি। কে এম খালেকুজ্জামানের দুই একর ৩৭ শতাংশ জমি ৩৬৬ নং খতিয়ানে। যে খতিয়ানটি ২১ কে/২০০৩-০৪ মিস কেসের মাধ্যমে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বাতিল করেছেন (যার স্মারক নং এস.এ/পটু-১৪৯৭)। তিঁনি বলেন, জমির দাখিলা, খাজনা নিয়মিত পরিশোধ করেছেন। জমি তাঁর দখলেই আছে।

সরেজমিনে দেখা যায়, যে জমি নিয়ে দুই সাবেক চেয়ারম্যান দ্ধন্ধে জড়িয়ে পড়েছেন তা বালু দিয়ে ভরাট সম্পন্ন হয়েছে। সরকার এই জমি নাল জমি হিসেবে বন্দোবস্ত দিলেও মাত্র এক সপ্তাহ আগে তা ছিলো বিরাট খাল। সেই খাল ভরাট করা হয়েছে। এ তথ্য স্থানীয় গ্রামবাসীদের। দুই সাবেক চেয়ারম্যানই এই জমি আদম আলীর ওয়ারিশদের কাছ থেকে ক্রয় করেছেন বলে জানান।

কেএম খালেকুজ্জামান জানান, আওয়ামীলীগ মহিববুর রহমান খাস খালের বালু কেটে ভরাট করলেও এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। এ জমিতে যাতে কোন ধরণের স্থাপনা নির্মাণ না করতে পারে এজন্য প্রশাসনের সহায়তা কামনা করছেন।

অধ্যক্ষ মহিববুর রহমান বলেন, নিজস্ব জমি থেকে মাটি কেটে এ জমি ভরাট করেছেন। আর এ জমিতে স্থাপনা নির্মাণে আদালতের কোন নিষেধাজ্ঞা নেই।

(এমকেআর/এসপি/এপ্রিল ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test