E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গলাচিপায় ট্রাক বোঝাই চিংড়ির রেনুসহ আটক ১০

২০১৮ মে ০৯ ১৬:০৩:৪৯
গলাচিপায় ট্রাক বোঝাই চিংড়ির রেনুসহ আটক ১০

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা থেকে খুলনা বাগেরহাটে অবৈধভাবে পাঁচারকালে ১টি ট্রাক বোঝাই ১৩ লাখ  ৬০ হাজার পিস বাগদা ও গলদা চিংড়ির রেনু পোনাসহ ১০জনকে আটক করেছে গলাচিপা উপজেলা প্রশাসন। 

গতকাল সোমবার গভীর রাতে গলাচিপা ফেরিঘাট থেকে মৎস্য বিভাগের সহায়তায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। পরে আটক ১০জনকে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহম্মদ ট্রাক ড্রাইভার ও হেলপারকে ১৫দিন, ৮শ্রমিককে ১০দিন বিনাশ্রম সাজা দেওয়া হয়। অপরদিকে, জব্দকৃত বাগদা ও গলদা চিংড়ির রেনু পোনা গলাচিপার রামনাবাদ নদীতে অবমুক্ত করা হয় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোঃ ফজলুর রহমান।

দন্ডপ্রাপ্তরা হলেন মোঃ নোমান হাওলাদার, মোঃ মাসুদ, রিয়াজ, মোবারক হোসেন, রাকিব, আঃ কাদির, রাসেল মৃধা, মোঃ সাইফুল, শেখ তুহিন, মোঃ মুকুল মোল্লা।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভোলা থেকে গলাচিপা হয়ে খুলনা বাগেরহাটে বিপুল পরিমান বাগদা ও গলদা চিংড়ির রেনু পোনা ট্রাক যোগে অন্যত্র পাঁচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগের সহযোগিতায় এখবর পেয়ে উপজেলা প্রশাসন গলাচিপা ফেরিঘাটে একটি ট্রাক আটক করে ৩২টি ব্যারেলে/পাত্র বোঝাই বাগদা ও গলদা চিংড়ির ১৩লাখ ৬০ হাজার রেনু পোনাসহ ১০জনকে আটক করেন তারা।

(এসডি/এসপি/মে ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test