E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

চুয়াডাঙ্গায় ডায়রিয়া-জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

২০১৯ জানুয়ারি ২০ ১৬:১৮:১৩
চুয়াডাঙ্গায় ডায়রিয়া-জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়াই শীতের তীব্রতা কমে গিয়েছে। দিনে গরম রাতে শীত। এ ধরনের বৈরি আবহাওয়ায় নানা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে শিশুদের মাঝে। এতে  গুরুত্ব অসুস্থ হচ্ছেন শিশুরা। বিশেষ করে জেলার হাসপাতালগুলোতে শিশুরোগির সংখ্যা বাড়ছে প্রতিদিনই। 

অধিকাংশ শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া জ্বরসহ বিভিন্ন ধরনের রোগে শিশুরা আক্রান্ত হচ্ছে। এদের অধিকাংশ শিশু হঠাৎ করে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। গততিন দিনে ডায়রিয়া রোগির সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসক ও নার্সদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সূত্রে জানা গেছে, গত তিনদিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে অন্তত ২৮০ শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। তাছাড়াও শনিবার সকাল থেকে আজ রবিবার সকাল পর্যন্ত ৬৫ জন শিশু ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। সব মিলেই বর্তমানে শিশু ডায়রিয়া ও শিশু ওর্য়াডে প্রায় একশ ’জন শিশু ডায়রিয়াসহ জ্বর আক্রান্ত হয়ে ভর্তি আছে । বিগত ৭ দিনে বহির্বিভাগ থেকেও প্রায় এক হাজার শিশু চিকিৎসা নিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায় ।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাহবুবুর রহমান মিলন বলছেন, পরিবারে অযত্নের কারণে শিশুদের অসুস্থা বেড়ে গেছে। এজন্য এ সময় তাদের জন্য বিশেষ যতেœর প্রয়োজন।

(টিটি/এসপি/জানুয়ারি ২০, ২০১৯)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test