E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় নির্বাচন পরবর্তী নৌকার পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় আহত ৬

২০১৯ মার্চ ১৯ ১৮:৪১:৫২
নওগাঁয় নির্বাচন পরবর্তী নৌকার পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় আহত ৬

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশায় নির্বাচন পরবর্তী পরাজিত নৌকা মার্কার কর্মীদের হামলায় বিজয়ী প্রার্থীর অন্তত ৬জন কর্মী-সমর্থক আহত হয়েছে। মটরসাইকেল ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। হামলা করা হয়েছে ইউনিয়ন পরিষদ ভবনে। মঙ্গলবার সকাল ১০টায় পৃথক পৃথকভাবে এসব ঘটনা ঘটে। 

জানা গেছে, সোমবার উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী আনারস মার্কায় জয়লাভ করেন। এ নির্বাচনে পরাজিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর সোমবার দিনগত রাতে গাঙ্গুরিয়া ইউনিয়নের সুড়ানন্দ গ্রামের আনিছুর রহমানের ছেলে আনারস মার্কার সমর্থক মাহাবুবুর হোসেনকে বেধড়ক মারপিট করে নৌকার প্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থকরা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সুতরইল মোড়ে আনারস মার্কার সমর্থক পোরশা ইসলামপুর গ্রামের মৃত সোলাইমানের ছেলে আব্দুল্লাহ শাহ(৬২) কে বেদড়ক পিটিয়ে মারাত্মক আহত করে নৌকার প্রার্থী আনোয়ারুল ইসলামের লোকজন। এর কিছুক্ষন পর গাঙ্গুরিয়া ইউপির আমদা গ্রামে পরাজিত প্রার্থীর লোকজন হামলা করে আনারস মার্কার কর্মীদের ওপর।

এসময় আহত হন পোরশা ইসলামপুরের খোরশেদ আলমের ছেলে আতিকুর রহমান(২৫), একই গ্রামের আহম্মদ আলীর ছেলে শরিফ আহম্মদ(৫৫), একই গ্রামের মৃত ফরিদ আহম্মদের ছেলে সিদ্দিক আহম্মেদ(৩৫)। এসময় হামলাকারীরা একটি মটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়ে ফেলে এবং কয়েকটি মটরসাইকেল ভাংচুর করে।

একই সময় উপজেলার নিতপুর সদরে পরাজিত প্রার্থীর লোকজন বিজয়ী আনারস মার্কার লোকজনের ওপর হামলা চালায়। হামলাকারীরা নিতপুর ইউনিয়ন পরিষদেও হামলা করে। এঘটনায় পশ্চিম দিয়াড়াপাড়ার আব্দুর রহমানের ছেলে আনারুল হক(৩৫) আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আব্দুল্লাহকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। এবং অন্যদের পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কোন পক্ষ এখনো মামলা করেনি। মামলা হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

(বিএম/এসপি/মার্চ ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test