E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বানভাসি মানুষের দুঃখ-কষ্ট সত্ত্বেও সরকার নীরব : আমির খসরু

২০১৯ জুলাই ২৮ ১৮:৪৯:১৭
বানভাসি মানুষের দুঃখ-কষ্ট সত্ত্বেও সরকার নীরব : আমির খসরু

গাইবান্ধা প্রতিনিধি : বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের দুর্যোগে বিএনপি সব সময় পাশে ছিল, আগামীতেও পাশে থাকবে। বিএনপির সব নেতাকর্মীকে বন্যার্তদের পাশে দাড়ানোর আহবান জানিয়ে তিনি বলেন, বানভাসি মানুষের কষ্ট লাঘবে সরকার উদাসীন। 

তিনি (২৭ জুলাই ) রবিবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া একাডেমি বাজারে বানভাসি অসহায় মানুষের মাঝে বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির উদ্যোগে ত্রাণ বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন।

আমির খসরু আরো বলেন, বানভাসি মানুষের এত দুঃখ-কষ্ট সত্ত্বেও সরকার নিবর ভূমিকায় রয়েছে। বিএনপি সব সময়ই অবহেলিত মানুষের পাশে থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, আপনাদের খোঁজ খবর নিতে ও পাশে দাড়াতেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ত্রাণ দিতে এসেছি।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আবদুল খালেক, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল,সাঘাটা-ফুলছড়ি বিএনপি’র প্রধান সমন্বয়ক ফারুক আলম সরকার, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবিএম সাইদুর রহমান রয়েল, ফুলছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক সাদেকুল ইসলাম নান্নু, সদস্য সচিব ওহিদুল ইসলাম জয়, সাঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঈন প্রধান লাবু, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ মিলন, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী প্রমুখ।


(এস/এসপি/জুলাই ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test