E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধা-বোনারপাড়া রুটে ঈদের আগে রেল চলাচল শুরু হবে : রেলমন্ত্রী 

২০১৯ আগস্ট ০২ ১৮:৪৩:৩৪
গাইবান্ধা-বোনারপাড়া রুটে ঈদের আগে রেল চলাচল শুরু হবে : রেলমন্ত্রী 

গাইবান্ধা প্রতিনিধি : বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, রেল লাইনের ক্ষতিগ্রস্থ অংশগুলি পুনর্নির্মাণের মাধ্যমে ঈদ উল আযহার আগে গাইবান্ধা-বোনারপাড়া রুটে রেল চলাচল আবার শুরু হবে।

এই রুটে যোগাযোগ পুনরুদ্ধার করতে গাইবান্ধা সদর উপজেলার ত্রিমোহিনী এবং বাদিয়াখালী স্টেশনগুলির মধ্যবর্তী রিফাইতপুর অঞ্চলে রেললাইনে জরুরী কাজ চলছে, বন্যার পানির স্রোতের কারণে গত সতের জুলাই লাইনটির প্রায় ৯২৩ ফুট ভেঙ্গে ভেসে যায় ।

এরআগে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গাইবান্ধা রেল স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে গণমাধ্যমকর্মী, জেলার সরকারি কর্মকর্তা , রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

পরে মন্ত্রী নুরুল ইসলাম সুজন রিফাইতপুর এলাকায় রেলপথের ভাঙা অংশগুলি পরিদর্শন করেন এবং প্রধান অতিথি হিসাবে সেখানে উন্নয়নমূলক কাজের অগ্রগতি প্রত্যক্ষ করেন।

মন্ত্রী সেখানে রেলপথের পুনর্নির্মাণের কাজটি যথাযথ ও সময় মতো সম্পন্ন করার জন্য কর্মকর্তাদের এবং ঠিকাদারদের নির্দেশ প্রদান করে বলেন, যাতে জনগণের দুর্ভোগ দূর করতে ঈদ উল আযহার আগে রেল চলাচল আবার শুরু হয়।

ক্ষতিগ্রস্থ রেল লাইন পরির্দশনের সময় বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক, পশ্চিম জোনের খন্দকার শহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী আফজাল হোসেন, প্রধান অপারেটিং সুপার শাহ নেওয়াজ, লালমনিরহাট বিভাগের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শফিকুর রহমান, বিভাগীয় ট্রাফিক সুপার শওকত জামিল মহোসি, জেলা প্রশাসক আবদুল মতিন,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

(এস/এসপি/আগস্ট ০২, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test