E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টেকনাফ-সেন্টমার্টিন জাহাজ চলাচল বন্ধ

কোস্টগার্ডের সহায়তায় সেন্টমার্টিন থেকে ফিরল ১৩০ পর্যটক

২০১৪ আগস্ট ০৪ ২৩:৩৪:০৬
কোস্টগার্ডের সহায়তায় সেন্টমার্টিন থেকে ফিরল ১৩০ পর্যটক

কক্সবাজার প্রতিনিধি : দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন সাগরে জাহাজ চলাচল বন্ধ থাকায় দু’শতাধিক পর্যটক সেন্টমার্টিন দ্বীপ থেকে ফিরতে পারেনি। রবিবার এ রুটে চলাচলকারী দুটি জাহাজ উত্তাল সাগরের কারণে মাঝ পথ থেকে ফিরে আসে। ৪ আগষ্ট সোমবারও কোন জাহাজ সেন্টমার্টিন যেতে পারেনি। ইতিমধ্যে সোমবার দুপুরে পাচঁটি ফিশিং ট্রলারে প্রায় দেড় শতাধিক পর্যটক কোস্ট গার্ডের সহায়তায় টেকনাফ ফিরে আসে। কিন্তু আবহাওয়া প্রতিকূলে থাকায় অপরাপর প্রায় দু’শতাধিক পর্যটকদের টেকনাফ ফিরতে সম্মতি দেয়নি কোস্ট গার্ড।

সেন্টমার্টিন কোস্টগার্ড কন্টিনজেন কমান্ডার লে. লুৎফর রহমান জানান, আটকা পড়াদের মধ্যে ১৩০ জন মতো পর্যটক সোমবার দুপুরে কোস্টগার্ডের তত্বাবধানে ৫টি ট্রলারে শাহপরীরদ্বীপ হয়ে টেকনাফে ফিরে আসে। এখনও দু’শতাধিক পর্যটক সেন্টমার্টিন্স হতে ফিরে আসতে পারেনি। তারা সেন্টমার্টিনে হোটেলে যার যার অবস্থানে রয়েছে। সাগর এখন অত্যধিক উত্তাল তবে কিছুটা শান্ত হলে সেন্টমার্টিনে থাকা অবশিষ্ট পর্যটকদের ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

সেন্টমার্টিন্স ইউপি চেয়ারম্যান নুরুল আমিন জানান, পর্যটকদের খাবারসহ অন্য কোন ধরনের সমস্যা নেই এখানে। সাগর উত্তাল থাকায় তারা এখানে অবস্থান করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন জানান, এ মৌসুমে জাহাজ চলাচলে জেলা প্রশাসনের অনুমতি থাকলেও দূর্যোগপূর্ণ আবহাওয়ায় জাহাজ না ছাড়ার নির্দেশনা রয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসক রুহুল আমিন জানিয়েছেন, আবহাওয়া স্বাভাবিক হলে জাহাজ মালিকদের ইচ্ছে হলে আবারো জাহাজ চলাচল শুরু করতে পারবে।

উল্লেখ্য, জেলা প্রশাসনের অনুমতি নিয়ে ১ আগষ্ট শুক্রবার হতে দুটি পর্যটক জাহাজ এলসিটি কুতুবদিয়া ও কেয়ারী ক্রুজ এন্ড ডাইন সেন্টমার্টিন্স চলাচল শুরু করলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রবিবার থেকে সেন্টমার্টিন্স যেতে পারেনি জাহাজ দু’টি।

(ওএস/অ/আগস্ট ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test