E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুখোমুখি দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা পেল হাজারো যাত্রী

২০১৯ নভেম্বর ২৮ ১৫:৫৯:২২
মুখোমুখি দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা পেল হাজারো যাত্রী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : দুটি ট্রেনের মূখোমূখি সংঘর্ষ হতে অল্পের জন্য রক্ষা পেল শত শত প্রাণ। পয়েন্টস ম্যানের ভুলের কারণে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঈশ্বরদী-রাজশাহী রুটের আড়ানী ষ্টেশনে একই লাইনে দুটি যাত্রীবাহী ট্রেন ঢুকে পড়লে এই ঘটনা ঘটে ।

কপোতাক্ষ ট্রেনের যাত্রী ঈশ্বরদী মহিলা কলেজের প্রভাষক ফরিদুল্লাহ জানান, খুলনা হতে ছেড়ে আসা রাজশাহীগামী ৭১৫ আপ আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি আড়ানী রেল ষ্টেশনে পূর্ব হতে দাঁড়িয়ে থাকা একটি মেইল ট্রেনের লাইনে ঢুকে পড়ে। কপোতাক্ষ ট্রেনের চালক দুর্ঘটনা এড়াতে অত্যন্ত দক্ষতার সাথে তাঁর ট্রেনটিকে সামান্য দুরুত্বে থামাতে সক্ষম হন। যেকারণে আজ বড় ধরণের দুর্ঘটনা হতে রক্ষা পেয়ে শত শত যাত্রী প্রাণে বেঁচে গেছে।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ হতে সিরাজগঞ্জগামী ৬ ডাউন মেইল ট্রেন পূর্ব হতেই আড়ানী ষ্টেশনের এক নম্বর লাইনে দঁড়িয়ে ছিল। আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটির আজিমনগর ষ্টেশন হতে ছেড়ে আড়ানী ষ্টেশনের দুই নম্বর লাইন দিয়ে সরাসরি রাজশাহী যাওয়ার কথা ছিল। কিন্তু পয়েন্টস ম্যান দুই নম্বর লাইন ক্লিয়ার না দিয়ে এক নম্বর লাইনেই কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটিকে নেয়ায় এই ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এসময় যাত্রীদের মধ্যে চরম ভীতির সঞ্চার এবং কান্নাকাটির সৃষ্টি হয়। কেউ কেউ লাফিয়ে ট্রেন হতে নীচে নেমে পড়ে। ছোট খাট আঘাত ছাড়া যাত্রীদের বড় ধরণের কোন ক্ষতি হয়নি বলে জানা গেছে। পরে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটিকে পেছনে নিয়ে দুই নম্বর লাইনে ক্লিয়ার দিয়ে রাজশাহী যাওয়ার ব্যবস্থা করা হয়। এতে প্রায় এক ঘন্টা সময় বিলম্ব হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে রেলওয়ের পাকশী বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) মোহাম্মদ আহসানউল্লাহ ভূঁইয়া বলেন, আলহামদুল্লিাহ্, বড় ধরণের দুর্ঘটনার হাত হতে আজ রক্ষা পেলাম। পয়েন্টসম্যানে ভুলের কারণেই এই ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন। এ ঘটনায় পাকশী বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা আব্দুস সোবাহানের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিআরএম আরো জানান, তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে ।

(এসকেকে/এসপি/নভেম্বর ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test