E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইংরেজী দ্বিতীয় পত্রে বরিশাল বোর্ডে ৩৫ জন বহিস্কার

২০২০ ফেব্রুয়ারি ০৯ ১৮:৫১:৫১
ইংরেজী দ্বিতীয় পত্রে বরিশাল বোর্ডে ৩৫ জন বহিস্কার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : এসএসসি পরীক্ষার ইংরেজী দ্বিতীয় পত্রে বরিশাল শিক্ষাবোর্ডে ৪৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। পাশাপাশি ভোলা জেলায় ১২ জন, বরগুনা জেলায় ১৩ জন, পটুয়াখালী জেলায় একজন, ঝালকাঠি জেলায় চারজন ও বরিশাল জেলায় পাঁচজন পরীক্ষার্থীসহ মোট ৩৫ জন বহিস্কার হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজী দ্বিতীয় পত্রে অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ৭০, বরগুনায় ৫০, পটুয়াখালীতে ১০২, পিরোজপুরে ৩৭, ঝালকাঠিতে ৩২ ও বরিশালে ১৪৫ জন রয়েছে। ফলে রবিবার ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট ৯৭ হাজার ৯১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৭ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন।

সূত্রমতে, বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার এবছর মোট এক হাজার ৪২৮টি বিদ্যালয় থেকে এক লাখ ১৩ হাজার ৮৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করছে। যা গত বছরের চেয়ে ৫ হাজার ৫০৮ জন বেশি। আর মোট পরীক্ষার্থীর মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে ২৩ হাজার ৪০৯ জন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ২১ শতাংশ।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২০)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test