E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

ঈশ্বরদীতে ট্রাকচাপায় যমুনা ইলেক্ট্রনিক্স শো-রূমের ম্যানেজার নিহত

২০২০ জুন ০৪ ১৬:৩৪:২০
ঈশ্বরদীতে ট্রাকচাপায় যমুনা ইলেক্ট্রনিক্স শো-রূমের ম্যানেজার নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের ছিলিমপুর মোড়ে কাঁঠালতলা এলাকায় বালুবোঝাই একটি ট্রাকের চাপায় মনিরুল ইসলাম বিপুল সরদার (২৩) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সাকল ১১টার দিতে পাবনা-পাকশী বগামিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিপুল মহাদেবপুর গ্রামের আক্কাস আলী সরদারের ছেলে। ঈশ্বরদী বাজারে যমুনা ইলেক্ট্রনিক্সের শো-রূমে ম্যানেজার হিসেবে বিপুল কাজ করতেন বলে জানা গেছে।

সাহাপুর ইউপি’র চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ ফকির জানান, নিহত বিপুল ছিলিমপুর মোড় হতে বাইসাইকেল চালিয়ে মন্ত্রী মোড় এলাকায় যাওয়ার সময় পাবনা হতে পাকশীর রূপপুর অভিমূখি বালু বোঝাই একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

যমুনা ইলেক্ট্রনিক্স শো-রূমের স্বত্তাধিকারী জিয়া সরদার জানান, বিপুল লিচু বাগানে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী ঘটনা নিশ্চিত করে জানান, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এসকেকে/এসপি/জুন ০৪, ২০২০)

পাঠকের মতামত:

১০ জুলাই ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test