E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সারাদেশে বৃষ্টি, রাজধানীবাসীর ভোগান্তি

২০১৪ আগস্ট ১৬ ১১:৪২:১৩
সারাদেশে বৃষ্টি, রাজধানীবাসীর ভোগান্তি

ডেস্ক রিপোর্ট : মৌসুমি বায়ুর প্রভাবে শনিবারও রাজধানী ঢাকাসহ সারাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এ নিয়ে গত তিন দিন ধরেই কমবেশি সারাদেশে বৃষ্টি অব্যাহত রয়েছে। শহরাঞ্চলের লোকজন বিশেষত রাজধানীবাসী এই বৃষ্টিতে সড়কে পানি জমে যাওয়া, যানবাহন সঙ্কটসহ নানা কারণে ভোগান্তি পোহাচ্ছে।

আবহাওয়া অধিদফতরের ভাষ্যমতে, শ্রাবণের এই বৃষ্টিধারা শনিবার দিন শেষে থামতে পারে।

শনিবার ভোর থেকে হালকা বৃষ্টিপাত শুরু হয়, যা সকাল ৯টা পর্যন্ত অব্যাহত ছিল। এ কারণে বৃষ্টি মাথায় নিয়েই রাজধানীর শ্রমজীবী মানুষকে বাড়ির বাইরে বের হতে হয়।

সরকারি ছুটির দিন হওয়ায় শনিবার সকাল থেকেই রাস্তা-ঘাট ছিল অনেকটা ফাঁকা। যানজটও ছিল না। বরং যানবাহন কম থাকায় অফিসগামীদের কিছুটা বিড়ম্বনার শিকার হতে হয়।

এছাড়া রিকশা চলাচল কম থাকায় অনেকেই ভোগান্তিতে পড়েন। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা এ ভোগান্তির শিকার হন বেশি। তাদের অনেককেই যানবাহন না পেয়ে কাকভেজা হয়ে বিদ্যালয়মুখো হতে দেখা গেছে।

পান্থপথের তৃষা সরদার জানান, সকাল সাড়ে ৭টা থেকে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন একটি রিকশার জন্য। কিন্তু আধাঘণ্টা অপেক্ষা করার পর রিকশা পেয়েছেন তিনি। সুযোগ বুঝে ভাড়াও বেশি নিয়েছেন রিকশাওয়ালা।

(ওএস/এইচআর/আগস্ট ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test