E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লকডাউনে সাতক্ষীরার রাস্তাঘাট কিছুটা ফাঁকা হলেও বাজারগুলোতে যথেষ্ট ভিড়

২০২১ এপ্রিল ১৬ ১৯:২১:০৮
লকডাউনে সাতক্ষীরার রাস্তাঘাট কিছুটা ফাঁকা হলেও বাজারগুলোতে যথেষ্ট ভিড়

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় লকডাউনের তৃতীয় দিনে রাস্তাঘাট কিছুটা ফাঁকা থাকলেও বাজার গুলোতে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গেছে। সেখানে মানা হচ্ছেনা তেমন কোন সামাজিক দূরত্ব।

শুক্রবার সকাল থেকে প্রধান প্রধান সড়ক গুলোতে মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান, রিকশা, প্রাইভেটকারসহ বিভিন্নযান চলাচল করতে দেখা গেছে। লকডাউনের প্রথম দিনের তুলনায় দিন যত যাচ্ছে ততই শহরব্যাপী জনসমাগম বেড়ে যাচ্ছে। একই সাথে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব না মেনে লোকজন চলাচল করছেন। আবার অনেকের মুখে নেই কোন মাস্ক। শহরের প্রানকেন্দ্রগুলিতে জরুরী ঔষধ ও মুদি দোকান বাদে অন্যান্য দোকানপাট অধিকাংশ বন্ধ রয়েছে।

এদিকে, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতের অভিযানে গত ২৪ ঘন্টায় ৪৫ টি মামলায় ৬১ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

(আরকে/এসপি/এপ্রিল ১৬, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test