E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উচ্চতর গ্রেড পাইয়ে দেওয়ার শর্তে শিক্ষকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ 

২০২১ এপ্রিল ১৯ ২৩:৩৭:৫৩
উচ্চতর গ্রেড পাইয়ে দেওয়ার শর্তে শিক্ষকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : উচ্চতর গ্রেড পাইয়ে দেওয়ার শর্তে সাতক্ষীরা সদরে সহকারী প্রাথমিক শিক্ষকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে।

অর্থ উত্তোলনকারী শিক্ষকরা হলেন, সদরের মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মাজেদ ও পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা জামান। যদি টাকা উত্তোলনের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত দুই শিক্ষক।

সোমবার সদর উপজেলার কয়েকজন সহকারী প্রাথমিক শিক্ষক এধরণের অভিযোগ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকরা জানান, ১০ বছর চাকুরির বয়স অতিক্রম হওয়ায় ১২৩ জন শিক্ষককে উচ্চতর গ্রেড পাইয়ে দেওয়ার শর্তে আব্দুল মাজেদ ও মোস্তফা জামান মাথা পিছু ৯০০ টাকা নিয়েছেন। এছাড়া শিক্ষা অফিসের উর্দ্ধতন কর্মকর্তাদের ঘুষ দেওয়ার নামে ৩য় টাইম স্কেল পাইয়ে দেওয়ার শর্তে আরো ১০ জনের কাছ থেকে মাথা পিছু ৪০ হাজার টাকা নিয়েছেন।

তবে অভিযুক্ত মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মাজেদ বলেন, তিনি কোন টাকা উত্তোলন করেননি। যারা উচ্চত গ্রেড স্কেল পেয়েছে তারা নিজেরাই উত্তোলন করেছেন। তাছাড়া একাউন্টন্স অফিসে কিছু খরচ তো আছে। যে কারণে গ্রেড স্কেল পাওয়া শিক্ষক সবুজ ও জিয়াসহ কয়েকজন এ টাকা উত্তোলন করেছেন।

পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা জামান বলেন, তিনি কোন টাকা উত্তোলনের সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, তিনি শুধু শিক্ষকদের অনলাইন করে দিয়েছেন।

এ বিষয়ে সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গণি বলেন, তিনি শিক্ষকদের গ্রেড স্কেল করে দিয়েছেন। কিন্তু টাকা লাগবে কেন?খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন বলেন, বিষয়টি কেই তাকে জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এসপি/এপ্রিল ১৯, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test