E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় ঢিলেঢালা লকডাউন, নেই স্বাস্থ্যবিধি মানার প্রবনতা

২০২১ এপ্রিল ২৪ ১৭:৩০:২৭
সাতক্ষীরায় ঢিলেঢালা লকডাউন, নেই স্বাস্থ্যবিধি মানার প্রবনতা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের ১১তম দিন। শনিবার সকাল থেকে সাতক্ষীরার বিভিন্ন সড়কে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

অন্যান্য দিনের তুলনায় সড়কগুলোতে যানবাহনের উপস্থিতি অনেক বেশি। তাছাড়া সরকার ঘোষিত ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও প্রশাসনের তেমন কোন নজরদারি লক্ষ্য করা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে মাক্স পরিধান করে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে কাঁচা বাজারগুলোতে কেনাকাটা করার নির্দেশনা থাকলেও তা মানছে না অধিকাংশ ক্রেতা-বিক্রেতা।

এদিকে, লকডাউনের মধ্যে দোকানপাট খোলা রাখা, সরকারের দেয়া স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযানে গত ২৪ ঘন্টায় ২১টি মামলায় ১৮ হাজার ৬৬০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছে এনডিসি মোঃ আজহার আলী।

(আরকে/এসপি/এপ্রিল ২৪, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test