E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনাগাজীর বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক চেয়ারম্যানের ২৫তম মৃত্যুবার্ষিকী কাল

২০২১ এপ্রিল ২৬ ১৭:১৫:১৯
সোনাগাজীর বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক চেয়ারম্যানের ২৫তম মৃত্যুবার্ষিকী কাল

নূরুল আমিন খোকন, ফেনী : আগামীকাল ২৭ এপ্রিল, ফেনী জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম (রাজ্জাক চেয়ারম্যান) এর ২৫তম মৃত্যুবার্ষিকী।

ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক এই নেতা সকলের কাছে রাজ্জাক চেয়ারম্যান বা রাজ্জাক মিয়া নামেই সুপরিচিত ছিলেন ।

তিনি সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের দুঃসময়ের অভিভাবক ও উপজেলার ৪ নং মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত ও ব্যাপক জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন ।

রাজ্জাক চেয়ারম্যানের হাতধরে মতিগঞ্জ ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের সূচনা ও পল্লী আদালতে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা চালু হয় । রাজ্জাক চেয়ারম্যান ছিলেন কর্মীবান্ধব ও তুমুল জনপ্রিয় একজন জননেতা, দলের দুঃসময়ে কর্মীদের সুখেদুঃখে তিনি পরম মমতায় অভিভাবকের দায়িত্ব পালন করেছেন ।

রেজাউল করিম রাজ্জাক মিয়া মতিগঞ্জ ইউনিয়নের হামিদ উদ্দিন মুন্সী বাড়ীর (বর্তমান রাজ্জাক চেয়ারম্যান বাড়ী) মৃত মুন্সি মোঃ ইসহাক মিয়ার পূত্র, তার মাতার নাম শরীফা খাতুন চৌধুরাণী ।

সম্ভ্রান্ত মুন্সি বংশে জন্মগ্রহণকারী মরহুম রাজ্জাক চেয়ারম্যানের ছোট ভাই মুন্সি মাহবুবুর রহমান বাংলাদেশ সরকারের পাট মন্ত্রণালয়ের সচিব ছিলেন, তাঁর ভাতিজা হাসানুল হায়দার চৌধুরী বাংলাদেশ পুলিশের ডিআইজি হিসেবে বর্তমানে কর্মরত আছেন।

১৯৯৭ সালের ২৭শে এপ্রিল ফেনী শহর থেকে সোনাগাজীতে ফেরার পথে ফেনীর দাউদপুল ব্রীজ সংলগ্ন স্থান থেকে তৎকালীন বিএনপি'র সন্ত্রাসীদের হাতে অপহৃত হয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে মৃত্যু বরণ করেন জনপ্রিয় রাজ্জাক চেয়ারম্যান ।

রাজ্জাক চেয়ারম্যানদের রক্তের বিনিময়ে সোনাগাজী উপজেলা আওয়ামিলীগ প্রতিষ্ঠিত, দীর্ঘ ২৫ বছরেও রাজ্জাক চেয়ারম্যান স্মরণে ফেনী জেলা আওয়ামিলীগ অথবা সোনাগাজী উপজেলা আওয়ামিলীগের কোন কর্মসূচী চোখে না পড়ায় তৃণমূল নেতা-কর্মী ও প্রবীণ আওয়ামী লীগাররা নিদারুণ ক্ষুব্ধ ও মর্মাহত ।

একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছেন মুক্তিযোদ্ধা মরহুম রাজ্জাক চেয়ারম্যান, স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি রিলিফ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ।

সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে প্রায় ৩০ বছর (আমৃত্যু) সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছেন । ফেনী জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ১ মেয়াদে ।

সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন বলেন, মরহুম রেজাউল করিম রাজ্জাক চেয়ারম্যানের মৃত্যুতে সোনাগাজীর আওয়ামী লীগ পরিবার হারালো একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ অভিভাবক । তৎকালীন জনপ্রিয় এই চেয়ারম্যান ও রাজনীতিবিদকে হারিয়ে দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে ! তার শূন্যতা কখনো পূরণ হওয়ার মতো নয়। আমি মরহুম রাজ্জাক মিয়ার ২৫তম মৃত্যু বার্ষিকীতে তার আত্মার শান্তি কামনা করছি, মহান আল্লাহ পাক যেন উনাকে জান্নাত নসীব করেন । (আমিন)

মরহুম রাজ্জাক চেয়ারম্যানের পুত্র মতিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম রবিন তার পিতার ২৫তম মৃত্যু বার্ষিকীতে মরহুমের আত্মার শান্তির জন্য সকলের নিকট উদারহৃদয়ে দোয়া কামনা করেছেন ।

(এনকে/এসপি/এপ্রিল ২৬, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test