E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবৈধভাবে প্রবেশকালে সাতক্ষীরার মাদরা সীমান্তে ৩ বাংলাদেশি আটক

২০২১ এপ্রিল ৩০ ১৮:৩৫:১৯
অবৈধভাবে প্রবেশকালে সাতক্ষীরার মাদরা সীমান্তে ৩ বাংলাদেশি আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরার মাদরা সীমান্ত থেকে আরো তিন বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত তাদের আটক করা হয়। ।

এদিকে, ভারতে মহামারি করোনার ভেরিয়েন্ট সংক্রমন বৃদ্ধি পাওয়ার সে দেশ থেকে বাংলাদেশে অবৈধপথে লোকজন প্রবেশের ফলে আতংকিত হয়ে পড়ছেন সীমান্ত বাসী। তবে, সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবির কঠোর নজরদারীর ফলে তারা অনেকেই আটক হচ্ছেন। আটকের পর স্বাস্থ্যবিধি মেনে তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে নেয়া হচ্ছে যথাযথ আইনগত ব্যবস্থা।

আটককৃতরা হলেন, ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বক্সীনগর গ্রামের নারয়ন সরকারের ছেলে মানিক সরকার (৩২), সাতক্ষীরা সদর থানার মুকুন্দপুর গ্রামের জিয়ারুল সরদারের ছেলে আতিকুর রহমান রাসেল (২০) ও যশোর জেলার অভয়নগর থানার ইছামতি গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে সুবর্ণ বিশ্বাস (৩০)।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে কিছু লোক প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার ফারুক কামালের নেতৃত্বে একটি টহল দল বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালায়। এ সময় সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩ এর কাছাকাছি এলাকা থেকে ৩ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এর আগে বুধবার রাতে আরো ৪ বাংলাদেশীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি আরো জানান, কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলাসহ চোরাচালান দমন ও মানব পাচাররোধে বিজিবি’র এই অভিযান অব্যাহত থাকবে।

(আরকে/এসপি/এপ্রিল ৩০, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test