E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনাগাজীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

২০২১ মে ০৩ ২৩:১৮:০৭
সোনাগাজীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

নূরুল আমিন খোকন, ফেনী : গ্রীষ্মের সুতীব্র খরা আর তাপদাহে পুড়ছে জনজীবন, বৃষ্টির জন্য অধীর প্রতীক্ষায় প্রহর কাটছে সকলের, কিন্তু রহমতের সেই বৃষ্টির দেখা নেই ।

তাই আল্লাহর রহমত চেয়ে বৃষ্টি জন্য খোলা মাঠে ইস্তিস্কার নামাজ পড়ে সকাতরে প্রার্থনা করেছেন সোনাগাজীর ধর্মপ্রাণ মুসল্লীরা ।

সোমবার (৩ মে ) সকাল সাড়ে ৯ টায় সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ বিশেষ নামাজ আদায় করেন তারা ।

নামাজ শেষে সর্বস্তরের হাজারো মুসল্লিরা অংশ নিয়ে মহান আল্লাহর দরবারের রহমতের বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা করে কান্নাকাটি করেন ।

চলমান দাবদাহে বৃষ্টি না হওয়ায় সোনাগাজীতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, প্রচন্ড গরমে জনজীবনে নেমে আসে চরম দূর্ভোগ ।

কুষি ক্ষেত্রে দেখা দেয় চরম বিপর্যয়, গ্রামীণ জনপদের পুকুর, ডোবা ও জলাশয়ের পানি শুকিয়ে যাওয়ায় দেখা দিয়েছে মারাত্মক পানি সংকট । এছাড়াও উপকূলীয় অঞ্চলের কোথাও কোথাও নলকূপের পানির স্তর নীচে নেমে যাওয়ায় বিশুদ্ধ পানীয় জলের সংকট দেখা দিয়েছে ।

নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন সোনাগাজী দারুল উলুম আল হোছাইনিয়া ওলামাবাজার মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিস মাওলানা নুরুল ইসলাম আদীব ।

নামাজ শেষে ইমাম আদীব বলেন, সর্বোচ্চ পাপের কারনে আল্লাহ তায়ালা মানুষের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ।
ফলে মানুষ, জীবজন্তু, পশুপাখি সহ সকল প্রাণী আজ অনাবৃষ্টি ও অতি খরায় ভুগছে ।

তাই এ অবস্থা থেকে উত্তরণের জন্য বৃষ্টির আশায় আমরা মহান আল্লাহর দরবারে মাফ চেয়ে কান্নাকাটি করে দুই রাকাত নামাজ আদায় করেছি, বৃষ্টির জন্য প্রতিদিন সবাইকে ইস্তেগফারের জন্য আহ্বান করেন তিনি ।

(এন/এসপি/মে ০৩, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test