E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মানববন্ধন 

২০২১ মে ২৪ ১৬:৩০:০০
শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মানববন্ধন 

আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : “সব গাড়িরই ঘুরছে চাকা, শিক্ষা প্রতিষ্ঠান কেন ফাঁকা, এক দিনও দেরী নয় শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই” এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

ঠাকুরগাঁওয়ে অবস্থানরত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়–য়া শিক্ষার্থীদের আয়োজনে গতকাল সোমবার শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজুল হক রুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এমদাদুল হক, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমিন আক্তার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনারা আক্তার, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালাউদ্দিন প্রমুখ।

শিক্ষার্থীরা সকল প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে উল্লেখ করে দ্রুত সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করেন। এছাড়াও অনলাইন পরীক্ষা বাতিল করে দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করে অবিলম্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানান।

(আই/এসপি/মে ২৪, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test