E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরার আশাশুনিতে অস্ত্র-বোমাসহ সন্ত্রাসী আটক

২০২১ জুন ১৭ ১৯:২৮:০০
সাতক্ষীরার আশাশুনিতে অস্ত্র-বোমাসহ সন্ত্রাসী আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা বোমা ও অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা খেয়াঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে তাকে বৃহষ্পটতিবার সন্ধ্যায় আশাশুনি থানার একটি মারপিটের মামলায় পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটককৃতের নাম রিপিয়ান হোসেন (৪০)। তিনি আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ওমর আলীর ছেলে।
পিরোজপুর গ্রামের আনোয়ারুল ইসলাম জানান, তার ভাগ্নে রিপিয়ান বুধবার রাত সাড়ে ৯টার দিকে খাজরা বাজারের খেয়াঘাটের পার্শ্ববর্তী তাপস বিশ্বাসের সেলুনে বসে কয়েকজনের সঙ্গে কথা বলেছিল। তিনিসহ কয়েকজন পার্শ্ববর্তী সুশান্ত সরকারের মিষ্টির দোকানে বসে ছিলেন। এ সময় র‌্যাব পরিচয়ে কয়েকজন রিপিয়ানকে ধরে নিয়ে স্থানীয় হাকিমিয়া দাখিল মাদ্রাসার মাঠে নিয়ে যায়। পরে তাকে অস্ত্র ও বোমাসহ খুলনায় নিয়ে যায় র‌্যাব।

প্রত্যক্ষদর্শী খাজরা বাজারের সালাম, আব্দুর রহিমসহ কয়েকজন জানান, রিপিয়ানকে ধরে নিয়ে যাওয়ার পর পিরোজপুর গ্রামের কুদ্দুসের ছেলে আবু বক্কর একটি বস্তায় করে দা, কিরিস ও বোমাসহ দু’টি ব্যাগে করে কিছু দেশীয় অস্ত্র নিয়ে র‌্যাব এর সামনে হাজির করে। এ সময় র‌্যাব সদস্যরা রিপিয়ানকে মারপিট করে ওইসব অস্ত্র ও বোমাসহ খুলনায় নিয়ে যায়।

তাদের অভিযোগ, বর্তমানে খুলনায় অবস্থানকারি পিরোজপুরের কামাল ডাকাত ও খুলনার অহিদুল মোল্লা আগামি নির্বাচনে ইউপি চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিমকে পরাজিত করতে র‌্যাব এর সোর্সকে ব্যবহার করে পরিকল্পিতভাবে আটক করিয়েছে।

তবে স্থানীয়রা আরো জানান, শাহানেওয়াজ ডালিম খাজরা ইউপি চেয়ারম্যান হওয়ার পর তার দক্ষিণহস্ত হিসেবে পরিচিত রিপিয়ান ঠিকাদারের কাছে চাঁদাবাজি, সাধারণ মানুষকে হয়রানি, নির্যাতন, মারপিট করে এলাকায় ত্রাস সৃষ্টি করে। তার ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পেতো না। রিপিয়ানের বিরুদ্ধে থানায় কমপক্ষে হাফ ডজন মামলাও রয়েছে।

খুলনা র‌্যাব- ৬ এর উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, রিপিয়নকে একটি মারপিটের মামলায় আটক করা হয়েছে। তবে তার কাছে কোন অস্ত্র ও বোমা পাওয়া গেছে কিনা, পাওয়া গেলে মামলা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিস্তারিত পরে জানানো হবে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর জানান, খুলনা র‌্যাব -৬ এর উপপরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে র‌্যাব সদস্যরা বৃহষ্পতিবার সন্ধ্যায় রিপিয়ানকে খাজরা বাজারের শহর আলী গাজীর ছেলে আফছার গাজীর দায়েরকৃত মামলায় আটকের কথা বলে থানায় রেখে যায়। ওই মামলায় শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। তবে র‌্যাব কোন মামলা দেবে কিনা সেটা পরে জানা যাবে।

(আরকে/এসপি/জুন ১৭, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test