E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জে চার মাদক ব্যবসায়ী আটক

২০২১ জুন ২৮ ১৭:৫৪:০২
নারায়ণগঞ্জে চার মাদক ব্যবসায়ী আটক

মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : নারায়ণগঞ্জে মূলহোতা সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা ও ৭২৬ বোতল ফেনসিডিল সহ মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৩ হাজার ৫৯০ টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ জাবেদ বেপারী (৩৮), মোঃ হেলাল উদ্দিন (৪৪), মোঃ সাইফুল (২২) ও দিলীপ চন্দ্র রায় (২২)। রোববার (২৭ জুন) রাতে শহরের নিতাইগঞ্জ এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশী চালিয়ে মাদক সহ ও তাদের আটক করা হয়।

আজ সোমবার (২৮ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে র‌্যাব-১১ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন করে র‌্যাব এ তথ্য জানায়।

র‌্যাব-১১ এর সিইও লে: কর্ণেল তানভীর মাহমুদ পাশা পিএসপি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রায় একাধিক মামলার আসামী মোঃ জাবেদ বেপারীর বাড়ি নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন সৈয়দপুর এলাকায়। সে নারায়ণগঞ্জ জেলার একজন শীর্ষ মাদক ডিলার বলে জানায় র‌্যাব। মোঃ হেলাল উদ্দিনের বাড়ি নওগাঁ জেলার সদর থানার দারিয়াপুর এলাকায়। সে একজন শীর্ষ মাদক সরবরাহকারী। ইতিপূর্বে মাদক পরিবহনের দায়ে তার বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় মাদক মামলা চলমান রয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত অপরাপর আসামী মোঃ সাইফুলেরবাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বাসন্দি এলাকায় এবং দিলীপ চন্দ্র রায়ের বাড়ি দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার রুইগা এলাকায়।

র‌্যাব কর্মকতা আরো বলেন, গ্রেপ্তরকৃত আসামীরা পরস্পর যোগসাজশে দিনাজপুর থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা পরিবহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জের মাদক ডিলার মোঃ জাবেদ বেপারীর নিকট সরাবরাহ করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৭ জুন দিনাজপুর থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজার একটি বড় চালান নিয়ে এসে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন নিতাইগঞ্জ এলাকায় মাদক ডিলার মোঃ জাবেদ বেপারীর নিকট সরবরাহকালে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল কর্তৃক উল্লিখিত উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজাসহ চারজন আটক হয়।

র‌্যাবের এই কর্মকর্তা সংবাদকর্মীদের আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, তারা সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ তারা দেশের সীমান্ত জেলা দিনাজপুরসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

(এস/এসপি/জুন ২৮, ২০২১)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test