E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে শুরু হয়েছে করোনার গণটিকা কার্যক্রম

২০২১ আগস্ট ০৭ ১৩:৪৮:০৪
জামালপুরে শুরু হয়েছে করোনার গণটিকা কার্যক্রম

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে ৭৯টি কেন্দ্রের ২১৩টি বুথে করোনার গণটিকা দেওয়া শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে এই টিকাদান কার্যক্রম।

শনিবার (৭ আগস্ট) সকালে জামালপুর পৌরসভার পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন পরিষদে এই টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস।

এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুল, শরিফপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন তারা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিএম রাজন প্রমুখ উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন জানান, জেলায় ৭৯টি কেন্দ্রে ২১৩টি বুথে টিকা দেওয়া হচ্ছে। প্রত্যেক সেন্টারে প্রতিদিন ২০০ করে টিকা দেওয়া হবে।

জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে ১২টি কেন্দ্রসহ ইউনিয়ন পর্যায়ে প্রতিটি ইউনিয়নে একটি সেন্টারে ৩টি বুথের মাধ্যমে ৬০০ করে টিকা দেওয়া হবে। প্রথম দিনে ৪২ হাজার ৬০০ টিকাদানের টার্গেট করা হয়েছে।

টিকাদান কেন্দ্রগুলো সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চালু থাকবে। প্রত্যেকটি বুথে ৫জন কর্মী কাজ করবেন। তাদের মধ্যে টিকা দেওয়ার জন্য ২জন ভেক্সিলেটর ও ৩ জন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন।

(আরআর/এএস/আগস্ট ০৭, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test