E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৫০ রেলস্টেশনকে আধুনিকায়ন করা হবে : সচিব

২০২১ আগস্ট ১১ ১৬:৪৪:১১
৫০ রেলস্টেশনকে আধুনিকায়ন করা হবে : সচিব

জামালপুর প্রতিনিধি : মুজিব বর্ষে সারাদেশে ৫০টি রেলস্টেশন আধুনিকায়নের কথা জানালেন রেলপথ সচিব মো. সেলিম রেজা। সেই সঙ্গে জামালপুর রেলওয়ে জংশনকে নানা সুবিধা সম্পন্ন করে তোলা হবে। যাত্রীসেবা আরো উন্নত করার লক্ষ্যে অত্যাধুনিক রূপ পাবে এই জংশন। 

তিনি আরো জানিয়েছেন, বর্তমান সরকার উন্নয়নমুখী সরকার। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে রেলপথকে আরো উন্নততর করা হবে। নিশ্চিত করা হবে যাত্রী চলাচলে নিরাপদ রেলযাত্রা।

বুধবার (১১ আগস্ট) দুপুরে রেলপথ ও রেলজংশনের উন্নয়নমূলক কাজ পরিদর্শনে এসে জামালপুর রেলওয়ে জংশনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা জানান।

এর আগে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র এই সচিবের আগমনে ফুলেল শুভেচছা জানান জেলা প্রশাসক মুর্শেদা জামান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মুখলেছুর রহমান, জামালপুর সদর উপজেলা নির্বাহী লিটুস লরেন্স চিরানসহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে রেলপথ সচিব দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদঘাট পরিদর্শনে যান।

(আরআর/এসপি/আগস্ট ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test