E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় অবরুদ্ধ ৫০টি পরিবার!

২০২১ আগস্ট ১২ ২২:৫১:১৬
সাতক্ষীরায় অবরুদ্ধ ৫০টি পরিবার!

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার  ৩৯ নং কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসহ জনগনের চলাচলের রাস্তা পাওয়ার টিলার দিয়ে চষে ফেলা হয়েছে। স্থানীয় বিরোধকে কেন্দ্র করে বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী রাজু আহম্মেদ প্রধান শিক্ষককে অবহিত না করেই বৃহষ্পতিবার সকালে এ চাষ করায় কমপক্ষে ৫০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।

বৃহষ্পতিবার সন্ধ্যায় কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী কয়েক জন বাসিন্দা জানান, এ বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী রাজু আহম্মেদ বিদ্যালয়ের পাশে একটি ছোট স্টল পরিচালনা করে আসছেন দীর্ঘ দিন ধরে। তার পাশে আরো দু’টি দোকান মাঝে মাছে খোলা হয়। বিদ্যালয়ের পশ্চিম পাশ দিয়ে রাস্তাটি এলাকার ৫০টি কেটে খাওয়া মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। কয়েকদিন আগে রাজুর সঙ্গে ওইসব অসহায় বাসিন্দাদের কয়েকজনের সাথে রাজুর বচসা হয়। সে নিজেকে যুবলীগ নেতার কাছের লোক পরিচয় দিয়ে রাস্তা চষে দেওয়ার হুমকি দেয়। এরই অংশ হিসেবে বৃহষ্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠসহ জনগনের চলাচলের রাস্তা পাওয়ার ট্রিলার দিয়ে চষে দেওয়া হয়। আপত্তি করায় রাজু আহম্মেদ ও তার চাচা ইউনুস আলী তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেয়।

ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বসবাসকারি অলিউল­াহ জানান, সকাল থেকে মাঠ ও রাস্তা চষে ফেলার মোটর সাইকেল নিয়ে তিনি সারা দিন বের হতে পারেন নি।

ভ্যান চালক আশরাফ আলী, আহাদ হোসেন, আজগার আলী ও আব্দুল হাকিম জানান, প্রধান শিক্ষককে না জানিয়ে কিভাবে মাঠসহ তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হলো তা তারা বুঝতে পারেননি। বর্সা মৌসুমে রাস্তা চষে ফেলায় তারা অবরুদ্ধ হয়ে পড়েছেন। অবিলম্বে তাদের রাস্তার ব্যবস্থা করার জন্য তারা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী রাজু আহম্মেদ বলেন, মাঠটির কয়েকটি স্থানে গর্ত থাকায় শিক্ষার্থীদের খেলাধুলার সুবিধার্থে মাঠ সমান করতে চাষ করা হয়েছে। তবে প্রধান শিক্ষকে অবহিত করা না হলেও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল মান্নানের কাছ থেকে অনুমতি নিয়েই তিনি স্থানীয়দের নিয়ে রাস্তাসহ মাঠ চাষ করেছেন।

এ ব্যাপারে কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা পারভিন জানান, রাস্তাসহ মাঠ চাষ করার বিষয়টি তার জানা নেই। দপ্তরী কাম নৈশ প্রহরী তাকে বিষয়টি জানায়নি।
সাতক্ষীরা সদরের সহকারি শিক্ষা কর্মকর্তা সন্তোষ কুমার মণ্ডল জানান, প্রধান শিক্ষকের কাছ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এএস/আগস্ট ১২, ২০২১)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test