E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা আওয়ামী আইনজীবী পরিষদের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

২০২১ আগস্ট ১৬ ১৮:০৪:৪৪
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা আওয়ামী আইনজীবী পরিষদের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর দু'টোয় সাতক্ষীরা জেলা আওয়ামী আইনজীবী পরিষদ আইনজীবী সমিতির দোতলায় এ অনুষ্ঠানের আয়োজন করে।

আওয়ামী আইনজীবী পরিষদের সাতক্ষীরা জেলা শাকার সভাপতি অ্যাড. আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাবেক পিপি অ্যাড. ওসমান গণি। অন্যদের মধ্যে বক্তব্য দেন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ইউনুস আলী, সাবেক পিপি অ্যাড. তপন কুমার দাস, অ্যাড. নওশের আলী,অ্যাড. পঙ্কজ কুমার সরকার, অ্যাড, নাজমুন্নাহার ঝুমুর, অ্যাড. প্রবীর মুখার্জী, অ্যাড. আল মাহমুদ পলাশ, অ্যাড. রবিউল ইসলাম লিটন, অ্যাড. রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দেশ ও জাতির কল্যানে আন্দোলন করতে করতে জীবনের বড় একটি অংশ কারাগারে কাটিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন একজন নির্লোভ ব্যক্তি। তিনি চেয়েছিলেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে। কিন্তু ১৯৭১ এর পরাজিত শক্তি সেটা মেনে নিতে পারেনি। তাই ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তাকেসহ তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করে ওই অপশক্তি। এরপরও তারা থেমে নেই। তার মেয়ে শেখ হাসিনাকে হত্যার জন্য তারা কয়েকবার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। বর্তমানে হাইব্রীড অওয়ামীলীগাররা প্রকৃত আওয়ামী লীগারদের দল থেকে বিতাড়িত করার চেষ্টা চালাচ্ছে। তাই স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে একত্রিত হওয়ার বিকল্প নেই।

সভা শুরুতইে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাৎ কামনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাড. সায়েদুজ্জামান সায়েদ।

(আরকে/এসপি/আগস্ট ১৬, ২০২১)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test