E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে ১৪০ গ্রাম পুলিশকে সাইকেল প্রদান

২০২১ সেপ্টেম্বর ০১ ১৬:০৩:২২
জামালপুরে ১৪০ গ্রাম পুলিশকে সাইকেল প্রদান

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদর উপজেলার ১৫ টি ইউনিয়নে ১৪০ জন গ্রাম পুলিশকে বাই সাইকেল দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে এ সাইকেল দেয় উপজেলা প্রশাসন।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই সাইকেল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের সঞ্চালনায় সাইকেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।

বিশেষ অতিথি ছিলেন জামালপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ কবীর উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোকলেছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন।

১৪০ জন গ্রাম পুলিশের মধ্যে ৮ জন নারী গ্রাম পুলিশও রয়েছেন। তারা সবাই এই সাইকেল প্রাপ্তি নিয়ে উৎফুল্ল ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

তিতপল্যা ইউনিয়নের গ্রাম পুলিশ সাবিনা ইয়াসমিন সন্ধ্যা তার অভিব্যক্তি প্রকাশে বলেন, রোদে পোড়ে বৃষ্টিতে ভিজে আমাদের কাজ করতে হয়। আমরা এতদিন অন্যান্য পরিবহন ব্যবহার করে কাজ করতাম। এতে সময়ও বেশি লাগত আর টাকাও খরচ হতো। এখন সাইকেল পেলাম। আমাদের কাজে গতি এলো। আগের চেয়ে এখন আমরা বেশি কাজ করতে পারব।

জেলা প্রশাসক মুর্শেদা জামান সাইকেল বিতরণের সময় বলেন, গ্রাম পুলিশের কাজে গতি আনা ও পরিবহন খরচ কমাতে এই উদ্যোগ নিয়েছে সরকার। পর্যায়ক্রমে তারা আরও সুযোগ-সুবিধার আওতাভুক্ত হবেন।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test