E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেলান্দহে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

২০২১ সেপ্টেম্বর ০৪ ১৮:০৫:১১
মেলান্দহে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মেলান্দহে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার সাধুপুর হুমায়ুন কবির টেকনিক্যাল ইনস্টিটিউটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন কবির সোনাহার এতে সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ পাঠ করেন মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মো. শাহ্ জামাল।

বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সুপার ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, বঙ্গমাতা শেখ মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দৈনিক অধিকারের ক্যাম্পাস প্রতিনিধি এস.এম. আল ফাহাদ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কাউটস কমিশনার আলহাজ কিসমত পাশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিল্পকলা একাডেমির পুরস্কার প্রাপ্ত সংস্কৃতিকর্মী আবুল মুনসুর খান দুলাল, আলহাজ আ. সাত্তার মাস্টার, সাধুপুর জেএম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাসুদুর রহমান, সমাজকর্মী নাজিম উদ্দিন, মোজাম্মেল হক, তারা মিয়া, কবি দেলোয়ার হোসেন, মাও. আবু বকর সিদ্দিক প্রমুখ।

সভায় শিক্ষার মানোন্নয়নে গতানুগতিক ধারার মধ্যে সবচেয়ে ফলপ্রসূ ও জীবনমুখী কারিগরি শিক্ষাকে বাস্তব রূপ দেয়ার উপর গুরুত্বারোপ করা হয়।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test