E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইউপি নির্বাচনে ভোট দিয়েছেন মৃত ও প্রবাসীরাও!

২০২১ নভেম্বর ১২ ১৮:৩৯:২৭
ইউপি নির্বাচনে ভোট দিয়েছেন মৃত ও প্রবাসীরাও!

রাজন্য রুহানি, জামালপুর : দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর সদর উপজেলার তুলশীচর ইউনিয়নে ভোট দিয়েছেন 'মৃত ব্যক্তি ও প্রবাসীরা'।

এমন অভিযোগ করেছেন ওই ইউনিয়নের আনারস প্রতীক নিয়ে ভোট লড়াইয়ে অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থী মো. মমিনুল ইসলাম।

শুক্রবার (১২ নভেম্বর) বিকেল ৩ টায় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

ওই চেয়ারম্যান প্রার্থী আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, 'গতকাল (১১ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক কারচুপি, জালিয়াতি ও কেন্দ্র দখল করে সবশেষে ৩টি কেন্দ্রের ফলাফল পরিবর্তকরে আমাকে পরাজিত দেখানাে হয়েছে।

'মধ্য গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম টেবিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব টেবিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভােটের ফলাফল না দিয়ে আওয়ামীলীগ প্রার্থীর চাপে প্রিসাইডিং অফিসারগণ ফলাফল সিট না দিয়ে চলে আসেন।

'পরবর্তীতে উপজেলা সদরে আসার পথে সুবিধাজনক স্থানে ওই ৩টি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও আওয়ামীলীগ প্রার্থী মো. শহিদুল্লাহ ও তার কর্মী সমর্থকরা ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করে উপজেলা নির্বাচনী কন্টল রুমে জমা দেন। সে মােতাবেক আওয়ামীলীগ প্রার্থী মােস্তু শহিদুল্লাহকে বেসরকারি ভারে বিজয়ী ঘােষণা করা হয়।'

তিনি ওই তিন কেন্দ্রের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচন দাবি করে আরও বলেন, 'পশ্চিম টেবিরচর কেন্দ্রে মােট ভােট ২৮৩৯টি। এ কেন্দ্রে আমাকে শূন্য দেখিয়ে নৌকা মার্কায় ভােট দেখানো হয়েছে ২৭৯৯টি। তেমনি মধ্য গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা মার্কায় ভােট দেখানাে হয়েছে ২২১৫টি। এ কেন্দ্রের মােট ২৩২৭ ভােটের মধ্যে আমাকে দেয়া হয়েছে মাত্র ৪টি। একইভাবে পূর্ব টেবিরচর কেন্দ্রে মােট ভােট ২১৬২ এখানে নৌকা মার্কার ভােট দেখানাে হয়েছে ২০৫৮টি আর আমার অনারস মার্কার ভােট দেখানাে হয়েছে মাত্র ৮৩টি। এই কেন্দ্রে ভােট কাস্ট দেখানাে হয়েছে ৯৯,০২%।'

লিখিত বক্তব্যের অনুলিপিতে জানা গেছে, পূর্ব টেবিরচর কেন্দ্রে ভাটি গজারিয়া গ্রামের আব্দুল বারেক, পিতা-সেকান্দর আলী, মাে. রমেশ, পিতা-মাে. হােসেন আলী, শামসুল হক, পিতা-জবেদ সরকার, সুরুজ্জামান, পিতা-তালেব সরকার, আব্দুল গফুর, পিতা-অসিম উদ্দিনসহ অর্ধশতাধিক মৃত ব্যক্তির ভােট কাস্ট হয়েছে।

এছাড়া ভােট কাস্ট হয়েছে ওই গ্রামের বিদেশে অবস্থানরত আবু সাঈদ, পিতা-কুদুস আলী, আনােয়ার হােসেন, পিতা-আজিবর রহমান, মােশারফ হোসেন, পিতা-মােখলেছুর রহমান, শামছুল হক, পিতা-মৃত আয়নাল হক, খোকন, পিতা-লাল মামুদের।

চেয়ারম্যান প্রার্থী মো. মমিনুল ইসলাম জানান, নির্বাচনের দিন সন্ধ্যায় পূর্ব টেবিরচর কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী ও কর্মী সমর্থকরা জোর করে সিল মারতে শুরু করলে সাধারণ ভােটারদের সাথে তাদের সংঘর্ষ হয়। পরে ওই কেন্দ্রের মাঠে একটি বইয়ে নৌকা প্রতীকের সিলসহ ৪৪টি ব্যালট পেপার (মুরিবই) পাওয়া যায়।

তিনি সংবাদ সম্মেলন শেষে তার কাছে রক্ষিত নৌকা প্রতীকের সিলসহ ৪৪টি ব্যালট পেপার (মুরিবই) প্রদর্শন করেন।

(আরআর/এসপি/নভেম্বর ১২, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test