E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কবি কথা সাহিত্যিক গবেষক শহীদুল্লাহর ৭০তম জন্মদিন কাল

২০২২ ফেব্রুয়ারি ২৬ ১৬:০৪:২২
কবি কথা সাহিত্যিক গবেষক শহীদুল্লাহর ৭০তম জন্মদিন কাল

মিলাদ হোসেন অপু, ভৈরব : নিভৃতচারী ও প্রচার বিমূখ লেখক মুহ. শহীদুল্লাহর আগামীকাল রবিবার তার ৭০তম জন্মদিন। তিনি ১৯৫৩ সালের এ দিনে বর্তমান কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার জামালপুর গ্রামে এক বনেদী মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি হাইস্কুলে পড়ালেখার সময় ১৫ বছর বয়স থেকেই লেখালেখি শুরু করেন। তারপর কলেজ, বিশ্ববিদ্যালয় ও কর্মজীবনসহ অবসর জীবনেও তিনি লেখালেখি করেছেন। যার সংখ্যা ৫০ পেরিয়েছে। প্রকাশিত হয়েছে ৩৭টি গ্রন্থ।

প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে উপন্যাস ‘কলকাতায় নমিতা, রূপাঞ্জনার খোঁজে, অপরাজিতা রূপাঞ্জনা, রূপাঞ্জানার স্বপ্ন, সভ্যতায় আরতির প্রত্যাবর্তন, জোছনায় নীলতরঙ্গ এবং সদ্য প্রকাশিত হয়েছে ‘ত্রয়ী উপন্যাস’ মহানগরের বসন্তে কাল বৈশাখ, বিষন্ন বসন্ত, বসন্তের সন্ধানে। কাব্য গ্রন্থ পতিত বন্দর, গল্প গ্রন্থ ‘শেষ প্রহরের সংলাপ, হারিয়ে পাওয়া, সিদ্ধান্তের সীমানায়। ভ্রমণ কাহিনী ‘দূরদেশের নগরে প্রান্তরে এবং গবেষণা গ্রন্থ ভৈরব জনপদের ইতি কথা উল্লেখযোগ্য।

কবির ৭০তম জন্মদিন উপলক্ষে তার ভৈরব শহরস্থ বাসভবনে তার প্রতিষ্ঠিত সম্প্রীতি সাহিত্য পরিষদের লেখক ও ভক্তবৃন্দ তাকে জানাবেন ফুলেল শুভেচ্ছা। জন্মদিনের কেক কেটে উদ্বোধন করবেন এই অনুষ্ঠানটি। তারপর হবে আবৃত্তি তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং তার রচিত সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

(এম/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test