E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

২০২২ মার্চ ০৩ ১৮:৫৪:২৭
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নূরুল আমিন খোকন, ফেনী : দেশব্যাপী ক্রমবর্ধ্বমান নিত্য প্রয়োজনীয দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ফেনী জেলা বিএনপি'র বিক্ষোভ সমাবেশ করেছে।

গতকাল বুধবার (২ মার্চ) বিকেলে ফেনী শহরের জেবি রোডে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।

তিনি বলেন, আজকে সারা বাংলাদেশে জেলা সদরগুলোতে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভের পদভারে প্রকম্পিত হচ্ছে। দেশের হাট-বাজারে দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে চলে গেছে। দেশের জনগণের প্রতি সরকারের কোন খেয়াল নেই, সরকারের দূর্নীতির কারণে দেশে দ্রব্যমূল্যের দাম ক্রমেই বাড়ছে। দেশের সর্বত্রই আজ দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে।

এসময় তিনি আরও বলেন, আমরা খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের সেনাপতিত্বে মাঠে নেমেছি। পবিত্র রমজান মাসে বদর যুদ্ধ হয়েছে, রমজান মাসেই আমরা এ সরকারের পতন করবো ইনশাল্লাহ।

দুই মামলায় রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, সময় বেশি নাই। এই সরকারের অন্যায় হুকুম মানবেন না, আজকে সংবাদ পত্রের স্বাধীনতা নেই, সাংবাদিকরা লিখতে পারছেনা। লিখলেই তাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়া হচ্ছে।

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি আজিজুল আজিজ আরজু।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায় এমএ খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন ও আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা মহিলা দল সভাপতি জুলেখা আক্তার ডেইজী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খোন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম কায়ছার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি এসএম ছালাউদ্দিন মামুনসহ প্রমূখ নেতৃবৃন্দ।

(এনকে/এসপি/মার্চ ০৩, ২০২২)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test