E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সেমিনার ও আলোচনা সভা

২০২২ মার্চ ০৫ ১৪:৪৯:৪৬
ভৈরবে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সেমিনার ও আলোচনা সভা

মিলাদ হোসেন অপু, ভৈরব : ভৈরবে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ শুক্রবার সকালে শহরের ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার ডাকবাংলোতে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের আয়োজনে দিনব্যাপী সেমিনার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন বাদল এর সভাপতিত্বে সেমিনারের আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

এ সময় প্রধান অতিথি বলেন, আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিতে হবে। বিশেষ করে সুস্থ ধারার সংস্কৃতির জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। তাছাড়া বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিককে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানের সভাপতি বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, যদি সততা, আদর্শ, ন্যায় ও নিষ্ঠার সাথে কাজ করে তাহলে তারা সাংস্কৃতিক প্রেমী। আর যারা সাংস্কৃতিক প্রেমী তারা অবশ্যই দেশ প্রেমিক আর তারাই একদিন এগিয়ে যায় সাফল্যের কাছে আর তারা সফলকামও হয়।

সকাল থেকে দুপুর পর্যন্ত সাংস্কৃতিক ফোরামের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সচিব ও বিশিষ্ট সাহিত্যিক মো. আব্দুল মান্নান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন, বিশিষ্ট পরিবেশবিদ আবু নাসের খান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান, জেলা প্রশাসক মোহাম্মদ শামিম আলম, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নুরে আলম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, সার্কেল এএসপি মো. রেজওয়ান দিপু, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, ভৈরব প্রেসক্লাব সাবেক সভাপতি মো. জাকির হোসেন কাজল প্রমুখ।

(এমএইচএ/এএস/মার্চ ০৫, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test