E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

২০২২ এপ্রিল ২৪ ১৮:২০:০০
সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভূপুরা ইউনিয়নে ১০৩ নং দিশারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

ত শনিবার সকাল ১০টায় চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং লিমিটেড (সিপিপি) এর উদ্যোগে শম্ভুপুরা ইউনিয়নের চেলারচরে অবস্থিত ১০৩ দিশারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিদ্যালয়ের দুস্থ ও অসহায় ছাত্রছাত্রীসহ সকল শ্রেনীর প্রায় ৯৭ জন ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। সেই সাথে ছাত্র ছাত্রীদেরকে শিক্ষার যাবতীয় উপকরণ এবং শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য খেলাধুলার সামগ্রী দেয়া হয়।
প্রধান শিক্ষিকা লাইলী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির আসন গ্রহণ করেন কান্ট্রি ম্যানেজার ও প্রকল্প পরিচালক মিঃ লি জিশিয়াং।

তাসফিক হোসেন (প্রকল্প প্রকৌশলী) সিপিপি এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মিঃ শি উজুন,ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার এবং ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মিঃ পেং ঝিগাং কিউ এইচ এস ই পরিচালক এবং প্রকল্প ব্যবস্থাপক মি: সান ইদি, এইচ ডি ডি দলের প্রধান চায়না পেট্রোলিয়াম লংওয়ে ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ম্যানেজমেন্ট কো. লিমিটেডের (সিপিএমসি) মিঃ হুলাইফং, প্রকল্প ব্যবস্থাপক মিঃ তাং ঝিয়াং,পরিচালক গোদনাইল জোন।

প্রধান অতিথির বক্তব্যে মি. লি জিশিয়াং বলেন, চীন বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্ব ও অনেক গভীর বাংলাদেশের মানুষের জন্য সবসময় আমাদের শুভ কামনা রইল একদিন এই ছোট্ট ছোট্ট সোনামনিরাই আগামী বাংলাদেশকে গড়ে তুলবে সবার জন্য সুস্বাস্থ্য কামনা করেন তিনি।

এছাড়াও ম্যানেজিং কমিটির সিনিয়র সহ-সভাপতি,শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

(এসবি/এসপি/এপ্রিল ২৪, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test