E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৫০ বছর পর ভাইদের সাথে ঈদ উদযাপন করবেন হানিফ

২০১৪ অক্টোবর ০৫ ১৩:৫৬:০৫
৫০ বছর পর ভাইদের সাথে ঈদ উদযাপন করবেন হানিফ


কুষ্টিয়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহাবুব-উল-আলম হানিফ এর বড় ভাই কানাডা প্রবাসী রবিউল আলম ৫০ বছর পর অপর চারভাইকে নিয়ে ভেড়ামারার ষোলদাগ গ্রামের তার নিজ বাড়িতে পবিত্র ঈদুল আযহা উদযাপন করবে।

দীর্ঘদিন পর সাংসদ হানিফের বড় ভাইসহ অন্যান্য ভাইদের নিয়ে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তার গ্রামের নিজ বাড়িতে ইতিমধ্যে কানাডা থেকে বড় রবিউল আলম পৌঁছেছেন।

ঈদুল আয্হার দিন সোমবার সকলেই একত্রিত হবেন বলে পারিবারিক সূত্রে জানা যায় এবং সাংসদ হানিফের বড় ভাই রবিউল আলম (৭২), রশিদুল আলম (৬৯), শহিদুল আলম (৬৭), রফিকুল আলম (৫৫) এবং সব ছোট ভাই মাহাবুব-উল-আলম হানিফ (৫৩) সহ মোট পাঁচভাই দীর্ঘ ৫০ বছর পরে একই সঙ্গে গ্রামের বাড়িতে ঈদ করার উদ্দেশ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
এদিকে দীর্ঘদিন পর ৫ ভাই একসঙ্গে ঈদ করার খবর জানতে পেরে এলাকাবাসীর মধ্যে এক আনন্দঘন পরিবেশের বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেছে।

মাহাবুব-উল-আলম হানিফের ভাই রফিকুল আলম জানান, পাঁচ ভাই এর মধ্যে হানিফ সবচেয়ে ছোট এবং বড় ভাই রবিউল আলম যখন ১৯৬৪ সালের উচ্চতর ডিগ্রীর জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তখন হানিফ মাত্র ৩ বছরের শিশু এবং মুক্তিযুদ্ধের সময় হানিফ ১০ বছর এবং আমি ১২ বছর বয়সী। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমরা ছোট হলেও মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় দেশের জন্য নিরলসভাবে কাজ করেছি। বড় ভাই রবিউল আলম যুক্তরাজ্যে ২ বছর শিক্ষাজীবন শেষে পরবর্তীতে ২ বছর সেই দেশেই কর্মজীবন শেষ করে ১৯৬৮ সালের কানাডার উদ্দেশ্যে পাড়ি জমান।

সেখানে তিনি কানাডিয়ান সরকারের গুরুত্বপূর্ণ পদে চাকুরীজীবন শুরু করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কানাডায় বসবাস করেও দেশের মুক্তিযোদ্ধাদের আর্থিক সহযোগিতাসহ সেখানে দেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে বিভিন্ন সভা সেমিনার তার নেতৃত্বে পরিচালিত হয়েছে। দীর্ঘদিন চাকুরী জীবন শেষে ২০০০ সালে অবসর গ্রহণ করে চীন দেশের স্বনামধন্য ইউনিভার্সিটিতে শিক্ষকতা শেষে পুনরায় তিনি ২ বছর পর কানাডায় ফিরে যান।

রফিকুল আলম আরো জানান, মেজ ভাই রশিদুল আলম ছিলেন বাংলাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধার অধিনায়ক তথা কমান্ডারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকহানাদারদের বুলেটের আঘাতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে উন্নত চিকিৎসা শেষে তার শারিরীক অবস্থার উন্নতি হয়। এবং ৩নং ভাই শহিদুল আলম এবং ভাইদের মধ্যে ছোট মাহাবুব-উল-আলম হানিফ। সাংসদ মাহাবুব-উল-আলম হানিফের পিতা আলহাজ্ব আফছার আলী ও রত্নগর্ভা মা রহিমা বেগম ৫ ভাই ও ৪ বোনের জনক-জননী।

ভেড়ামারায় প্রবাসী বড় ভাই রবিউল’র সাথে ৫০ বছর পর ঈদুল আয্হা উদযাপন করবে সাংসদ হানিফ সহ পাঁচভাইকে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানান এলাকাবাসী।

(কেএইচ/জেএ/অক্টোবর ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test