E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার

২০২২ নভেম্বর ২৬ ১৯:০৩:২৪
নবীনগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দীর্ঘ আট বছর পর অবশেষে উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামীকাল রবিবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১১ টায় 'উদ্বোধক' হিসেবে উপস্থিত থেকে বহুল প্রত্যাশিত এ সম্মেলনের উদ্বোধন করবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রআম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। এছাড়া সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারসহ কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এতে সভাপতিত্ব করবেন নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।
খোঁজ নিয়ে জানা গেছে, দলের গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি ও দলীয় অভ্যন্তরীণ কোন্দলসহ নানা কারণে দীর্ঘ আট বছর পর কমপক্ষে চারবার তারিখ পরিবর্তন করে অবশেষে আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এদিকে সম্মেলনকে ঘিরে স্থানীয় আওয়ামীলীগ ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। উপজেলা সদরসহ সম্মেলনস্থলের আশপাশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে ছেয়ে গেছে। সম্মেলনকে সফল করতে গত কয়েকদিন ধরে উপজেলা সদরে ব্যাপক মাইকিং করেও প্রচার প্রচারণাও চালানো হচ্ছে।

এদিকে দীর্ঘদিন পর অনুষ্ঠেয় কাংখিত এ সম্মেলনের মাধ্যমে নতুন করে নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা নির্বাচিত হতে যাচ্ছেন, এ নিয়ে এখন সর্বত্রই চলছে নানা কানাঘুষা ও জোর লবিং গ্রুপিং।
তবে সম্মেলন শেষে গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে কমিটির নতুন নেতা নির্বাচন করা হবে নাকি কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের সিলেকশনেই কমিটি গঠিত হবে, সেটির ওপরই নির্ভর করবে কারা কমিটিতে আসছেন।

একাধিক নেতা জানান, উপজেলা সম্মেলনের আগে নানা জটিলতায় উপজেলার সবকটি ইউনিয়ন সম্মেলন করা যায়নি। তাই আজকের সম্মেলনের আগে দলের শীর্ষ নেতাদের নির্দেশে তড়িঘড়ি করে প্রতিটি ইউনিয়ন থেকে ৩১ সদস্য বিশিষ্ট কাউন্সিলরদের তালিকা জমা দেয়া হয় উপজেলা আওয়ামীলীগের সভাপতির কাছে। তবে শেষ পর্যন্ত গণতান্ত্রিক উপায়ে গঠিত কাউন্সিলরদের ভোটে নতুন কমিটি গঠিত হবে নাকি কেন্দ্রীয় ও জেলা কমিটির সংশ্লিষ্ট উর্ধতন নেতাদের পছন্দসই প্রার্থীরাই নতুন কমিটিতে 'নেতা' নির্বাচিত হবেন, সেটিই এখন দেখার অপেক্ষায় রয়েছেন তৃণমূলের নেতাকর্মী সমর্থকেরা।

নেতাকর্মীরা জানান, দীর্ঘ আট বছর ধরে সম্মেলন না হওয়ায় নবীনগর উপজেলার ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সম্মেলন করার লক্ষে চলতি বছরের শুরুর দিকে দলটির পক্ষ থেকে একটি সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কিন্তু সেসময় গঠিত সেই বাস্তবায়ন কমিটিকে "বিতর্কিত" আখ্যায়িত করে দলটিরই একাংশ এর বিরোধীতা করে রাজপথে আন্দোলনে নামে। পরে আন্দোলনের মুখে গঠিত বাস্তবায়ন কমিটি পুনর্গঠন করা হয়।

কিন্তু এরপরও অভ্যন্তরীণ কোন্দলসহ নানা জটিলতায় গত ২১ মে, ১৬ জুলাই ও সর্বশেষ ২৯ অক্টোবর নবীনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের তারিখ বারবার ঘোষণা করেও শেষ পর্যন্ত নবীনগরে আওয়ামীলীগের সম্মেলন করতে পারেনি দলটি।

ইতিমধ্যে নবীনগরের সম্মেলন ছাড়াই গত ১২ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সম্মেলন অত্যন্ত সুষ্ঠু ও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, সর্বশেষ ২০১৪ সালের জুন মাসে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নবীনগর উপজেলা আওয়ামী লীগের 'সভাপতি' পদে সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল ও 'সাধারণ সম্পাদক' পদে এম এ হালিম নির্বাচিত হয়েছিলেন।

(জিডি/এসপি/নভেম্বর ২৬, ২০২২)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test