E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে ২১৯ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

২০২৩ মার্চ ০৯ ১৮:৪৮:০১
জামালপুরে ২১৯ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদর উপজেলার ২১৯টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য ল্যাপটপ বিতরণ করেছে উপজেলা শিক্ষা অফিস। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পিইডিপি-৪ এর আওতায় বিদ্যালয়গুলোতে এ ল্যাপটপ দেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন অডিটরিয়ামে এ ল্যাপটপ বিতরণের আয়োজন করা হয়।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বেলাল প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার জুয়েল আশরাফ।

ল্যাপটপ বিতরণের সময় এমপি বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে ল্যাপটপ বিতরণ করা হলো তা ডিজিটাল বাংলাদেশের উপহার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় এ ল্যাপটপগুলো ডিজিটাল শিক্ষাব্যবস্থার অগ্রগতি তরান্বিত করবে।

(আরআর/এসপি/মার্চ ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test