E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

২০২৩ মার্চ ১৩ ১৯:৩১:৫৬
জামালপুরে ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে ভাষা সৈনিক চিরকুমার কয়েস উদ্দিন সরকার ও সাত উপজেলার সাতজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া হিরু ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ১৩ মার্চ জামালপুরের প্রথম পতাকা উত্তোলন দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে তাঁদের এ সম্মাননা দেয় ফাউন্ডেশনটি।

পতাকা উত্তোলন দিবস উদযাপন উপলক্ষে সোমবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় শহরের তমালতলা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহর প্রদক্ষিণ করে পুরাতন শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। পরে কলেজ রোডের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৩মার্চ জামালপুরের পতাকা উত্তোলন দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক শিক্ষাবিদ আমির উদ্দিনের সভাপতিত্বে ও কবি সাযযাদ আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া হিরু ওয়েলফেয়ারের উপদেষ্টা মোনালিসা শাহরিন সুস্মিতা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. ইসমত পাশা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমাণ্ডার সুজাত আলী ফকির, কবি আলী জহির, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম, পতাকা উদযাপন পর্ষদের অন্যতম কর্মকর্তা শাফি আল ঋভু, এড. ইউসুফ আলী, সাংস্কৃতিক কর্মী তারিকুল ফেরদৌস, মোখলেছুর রহমান, মোহাম্মদ আলী ফকির প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৩ মার্চ জামালপুর শহরের গৌরীপুর কাচারি মাঠে বিশাল ছাত্রসমাবেশে ছাত্রসংগ্রাম পরিষদের নেতা ও আশেক মাহমুদ কলেজ ছাত্র সংসদের ভিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া হিরু জামালপুরে প্রথম বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা উত্তোলন করেন। ওই সমাবেশের মধ্য দিয়েই জামালপুরে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। মুক্তিযুদ্ধের পর আব্দুল মতিন মিয়া হিরু পরবর্তীতে টাঙ্গাইল-২ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৭ সালের ৫ মে তিনি মৃত্যুবরণ করেন।

আলোচনা সভা শেষে জামালপুরের ভাষাসৈনিক চিরকুমার কয়েস উদ্দীন সরকারকে সম্মাননা দেয় ফাউন্ডেনশনটি। একই সঙ্গে জেলার ৭ উপজেলার ৭ বয়োজ্যেষ্ঠ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক ও উত্তরীয় দেওয়া হয়। সম্মানমাপ্রাপ্তরা হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, মাদারগঞ্জের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সামিউল হক, মেলান্দহের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান, বকশিগঞ্জের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. নওশের আলী, ইসলামপুরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, জামালপুর সদরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা রফেত উল্লাহ ও সরিষাবাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।

এছাড়া পতাকা দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন, জ্ঞান-জিজ্ঞাসা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

(আরআর/এএস/মার্চ ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test