E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাঁচ দিনের ব্যবধানে কুষ্টিয়ায় আবারও ২২ লাখ টাকা মূল্যের হেরোইন জব্দ

২০২৩ এপ্রিল ১১ ১৮:৩১:০৭
পাঁচ দিনের ব্যবধানে কুষ্টিয়ায় আবারও ২২ লাখ টাকা মূল্যের হেরোইন জব্দ

মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ায় বাস তল্লাশি করে ২২ লক্ষ টাকা মূল্যের হেরোইন জব্দ করেছে বিজিবি। গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ কেজি ৮০ গ্রাম হেরোইন জব্দ করে বিজিবি। আজ মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেলার মহিষকুন্ডি-কুষ্টিয়া সড়কে শতরুপা পরিবহন নামের বাসে তল্লাশি চালিয়ে ১ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করেছে বিজিবি যার আনুমানিক মূল্য ২২ লক্ষ টাকা।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলে, তথ্যের ভিত্তিতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায় ৪৭ বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন। ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. রকিবুল ইসলামের নেতৃত্বে মিরপুর উপজেলার জ্যোতি তেলপাম্পের কাছে অবস্থান নেয় বিজিবির একটি দল। সেখানে দৌলতপুরের সীমান্তবর্তী এলাকা মহিষকুন্ডি থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী শতরুপা পরিবহন নামের ওই বাসে তল্লাশি করা হয়। বাস থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। এ ঘটনায় মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

(এমজে/এসপি/এপ্রিল ১১, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test