E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরগঞ্জে জমিতে বিষ প্রয়োগে কৃষকের ধান নষ্ট

২০২৩ এপ্রিল ১৭ ১৯:৫৮:০২
সুন্দরগঞ্জে জমিতে বিষ প্রয়োগে কৃষকের ধান নষ্ট

হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নে হুড়াভায়াখাঁ গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ তিন বিঘা জমির আধাপাকা বোরো ধানক্ষেতে বিষ প্রয়োগ করে ফসল বিনষ্ট করার অভিযোগ উঠেছে। এনিয়ে এলাকায় চলছে নানা জল্পনা কল্পনা। অভিজ্ঞ মহলের দাবি এ কেমন শত্রুতা। বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্থ পরিবারটি।
 

জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই গ্রামের আয়নাল হকের সাথে প্রতিবেশি ফুল মিয়াদের সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই একপর্যায় ১২ এপ্রিল রাতের আধারে ফুল মিয়ার লোকজন বিরোধপূর্ণ তিন বিঘা জমিতে ফসল নষ্টকারী কীটনাশক ওষুধ প্রয়োগ করে। এ সময় বেশ কয়েকজন প্রতক্ষদর্শী ওষুধ প্রয়োগের বিষয়টি দেখে ফেলে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

অভিযোগকারি আয়নাল হক জানান, পৈতৃক জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে ফুল মিয়ার লোকজন বিরোধপূর্ণ তিনবিঘা জমি জবর দখল করার চেষ্টা চালিয়ে আসছিল। এমনকি ফসলের ক্ষতি সাধনের বিষয়টি বিভিন্ন মাধ্যমে বলাবলি করছিল। সেই সূত্রধরে বোরো ধানক্ষেতে বিষ প্রয়োগ করে ফসল বিনষ্ট করে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধান হয়েছে।

ফুল মিয়া জানান, জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে, এটি সত্য। তবে ধানক্ষেতে আয়নাল হকের লোজন বিষ প্রয়োগ করে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে।

উপজেলা কৃষি অফিসার রাশিদুল করিব জানান, এটি অন্যায়। যায় হোক না কেন ধানক্ষেতে ফসল নষ্টকারি কীটনাশক প্রয়োগ করা কোন ক্রমেই উচিত হয়নি।

উপজেলা নিবার্হী অফিসার (চলতি দায়িত্ব) মো. মাসুদুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(এইচবি/এএস/এপ্রিল ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test