E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি নেতা আলালসহ ৫ জনের অন্তবর্তীকালীন জামিন

২০২৩ জুলাই ১০ ১৬:৪৮:৩৬
বিএনপি নেতা আলালসহ ৫ জনের অন্তবর্তীকালীন জামিন

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে করা মামলায় বিএনপির যুগ্মমহাসিচব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ৫ নেতার অন্তবর্তীকালীন অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১০ জুলাই) বেলা ১২টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে বিএনপিনেতারা হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক এহসানুল হক তাঁদের জামিন মঞ্জুর করেন।

বিএনপি পক্ষের আইনজীবী ফজলুল হক জানান, গত ২ জুলাই জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়। ওই আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ এহ্সানুল হক আগামী ১০ তারিখে পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেন। আজ সোমবার বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ এহ্সানুল হক আগামী ২৩ জুলাই পর্যন্ত ৫জন বিএনপি নেতাদের অন্তবর্তীকালীন অস্থায়ী জামিন মঞ্জুর করেন। এর আগে এই মামলায় উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন আসামিরা।

আদালত প্রাঙ্গণে জামিন পাওয়া বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের বলেন, পরিকল্পিত মিথ্যা এবং ভূয়া মামলায় চারিদিকে যে জাল বিছিয়েছে এই সরকার, সে জালের অংশ হিসেবে আজকে আমরা আদালতকে সম্মান প্রদর্শন করে হাজির হয়েছি। আদালত আমাদের অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন। এ সময় তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বিএনপিমনা আইনীজীবীদের আইনি সহায়তা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, রাজশাহীতে এক জনসভায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও জামালপুরের এক জনসভায় ভীতিকর বক্তব্য প্রদান করায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ, বিএনপির যুগ্মমহাসিচব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমসহ বিএনপি-জামাতের ৭ নেতার নামে গত ২৩ মে মামলা দায়ের করে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

(আরআর/এসপি/জুলাই ১০, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test