E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

টানা বৃষ্টিতে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে 

২০২৩ আগস্ট ১০ ১৬:০১:৪২
টানা বৃষ্টিতে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে 

রিপন মারমা, রাঙামাটি : কয়েক দিনের টানা বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাচ্ছে। রাঙামাটির কাপ্তাই  জল বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চলছে, কাপ্তাই কৃত্রিম হ্রদে পানি বৃদ্ধি হওয়ায়  বিদ্যুৎ উৎপাদন প্রতিদিন বাড়ছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত কয়েক দিনের টানাবর্ষণের ফলে গত ৯ আগষ্ট সন্ধ্যা লাগাদ বিদ্যুৎ উৎপাদন বেড়ে হয়েছে ১৯২ মেগাওয়াট।

গত সাত দিন ধরে টানা বৃষ্টি হওয়ায় ছোট হরিণা, বড় হরিণা, বরকল, নানিয়ারচর, মারিশ্যা, লংগদুসহ অন্যান্য পাহাড়ি এলাকা এলাকাসমূহ থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল নেমে আসার কারণে কাপ্তাই কৃত্তিম হ্রদের পানি যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। এতে হ্রদে পানির অভাব পূরণ হওয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাইয়ের পাঁচটি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সচল হয়ে ওঠেছে। গত মঙ্গলবার কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ১৬৬ মেগাওয়াট। গত বুধবার পাঁচ ইউনিটে সর্বমোট ১৯২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

জানা যায়, কাপ্তাই পি,ডি,বি তে নির্মিত পাঁচটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট। এর মধ্যে চলমান ১ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট, ২ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে -৩৭ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট ও ৫ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের বলেন, গত কয়েক দিনের বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদে এই মুহূর্তে ৯০.৯২ ফুট মীন সী লেভেল পানি থাকার কথা। কিন্তু হ্রদে আজ পানি রয়েছে ৯২,৫৬ ফুট মীন সী লেভেল। কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীন লেভেল। বর্তমানে ওয়াটার লেভেল রয়েছে ৯৪,৮০ ফিট। কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে উৎপাদিত ১৯২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বলে নিশ্চিত করেন এ কর্মকর্তা।

প্রসঙ্গত, এর আগে গত গ্রীষ্মে প্রচুর দাবদাহের কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিপর্যয়ের মুখে পড়ে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি।

(আরএম/এসপি/আগস্ট ১০, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test