E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্রাহ্মণবাড়িয়ায় সর্ব্বধর্ম মতবাদের বিশ্ব সম্মেলন যেন এক হিন্দু মুসলমানের মিলনমেলা

২০২৩ সেপ্টেম্বর ১০ ১৮:২৪:৩৮
ব্রাহ্মণবাড়িয়ায় সর্ব্বধর্ম মতবাদের বিশ্ব সম্মেলন যেন এক হিন্দু মুসলমানের মিলনমেলা

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালিকচ্ছে মহারাজ আনন্দ স্বামীজীর পূণ্যভূমি আনন্দধামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো স্বামীজী প্রবর্তিত সর্বধর্ম্ম সমন্বয় মতবাদ অনুসারীদের এক 'বিশ্ব সম্মেলন'। গত শনিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত একাধিক পর্বে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, রআম উবায়দুল মোকতাদির চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও সর্বধর্ম যোগ মন্ডলী কেন্দ্রীয় কমিটির আহবায়ক এডভোকেট জিয়াউল হক মৃধা এতে সভাপতিত্ব করেন। এতে প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত নারী আসনের স্থানীয় সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম। স্বাগত বক্তব্য রাখেন আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও যোগমন্ডলী কেন্দ্রীয় কমিটির সম্পাদক মো. শাহিনুর ইসলাম ফারুক।

সাংবাদিক মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি জোবেদা খাতুন পারূল, ত্রিপুরা রাজ্যসভার সাবেক বিধায়ক কৃষ্ণধন দাস, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা আনোয়ার পারভেজ টিংকু, সরাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ নাজমুল হোসেন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, সর্বধর্ম্ম মিশনের সভাপতি প্রভাত কান্তি পাল, প্রবীণ শিক্ষক প্রমথ নাথ চক্রবর্তী, এডভোকেট মামুন কবির, শ্রীমতি শংকরি দত্ত, জয়দেব বর্মণ প্রমুখ।

সম্মেলনে ভারতসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সর্বধর্ম সমন্বয় মতবাদ অনুসারী শত শত দয়াময় ভক্ত নারী পুরুষের উপস্থিতিতে বিশ্ব সম্মেলনটি যেন হিন্দু মুসলমানের এক মিলন মেলায় রূপ লাভ করে।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সরাইলের কালিকচ্ছের আনন্দধাম, নবীনগরের সাতমোড়ার আনন্দ আশ্রম ও ভোলাচং সর্বধর্ম্ম মিশন এই তিনটি প্রতিষ্ঠানের সমন্বয়ে 'সর্বধর্ম্ম ঐক্য ফোরাম গঠন করা হয়। নবগঠিত ৩১ সদস্যের এ কমিটিতে 'সভাপতি' হিসেবে সাবেক সাংসদ এডভোকেট জিয়াল হক মৃধা, 'সিনিয়র সহ সভাপতি' হিসেবে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনূর ইসলাম ও 'সাধারণ সম্পাদক' হিসেবে জয়দেব বর্মণকে সর্বসম্মতভাবে নির্বাচিত করা হয়। পরে তৃতীয় পর্বে সর্বধর্ম্ম ও মলয়া গানের আসরে বিশিষ্ট কণ্ঠশিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

(জিডি/এএস/সেপ্টেম্বর ১০, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test