E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশুলিয়ায় ক্ষোভে প্রেমিককে হত্যা, নারী গ্রেপ্তার

২০২৩ সেপ্টেম্বর ১৩ ১৮:২৩:২৯
আশুলিয়ায় ক্ষোভে প্রেমিককে হত্যা, নারী গ্রেপ্তার

তপু ঘোষাল, সাভার : ঢাকার আশুলিয়ায় প্রেমিকার কলহের জেরে ঘরে ডেকে নিয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোকিয়া বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার নারীকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার খেজুরটেক এলাকায় গ্রেপ্তার নারীর ভাড়া বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

গ্রেপ্তার রোকিয়া বেগম সুনামগঞ্জের মধ্যনগর থানার আন্তরপর গ্রামের এরশাদ মিয়ার মেয়ে। কয়েক বছর আগেই রোকিয়ার স্বামী মারা গেছেন। বর্তমানে ৩ সন্তান নিয়ে আশুলিয়ার খেজুরটেক এলাকায় বসবাস করছিলেন ও পেশায় দিনমজুর।

নিহত ব্যক্তির নাম আনিছ মিয়া (৪৮)। তার গ্রামের বাড়িও সুনামগঞ্জের মধ্যনগর থানা এলাকায়। আনিছ দীর্ঘদিন যাবত পরিবারসহ আশুলিয়ায় বসবাস করে দিনমজুরের কাজ করতেন।

পুলিশ জানায়, তারা পূর্ব পরিচিত। বিভিন্ন সময় এক সাথে কাজে যেতো। তাদের মধ্যে প্রায় ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অন্য আরো কারো সাথে সম্পর্ক আছে এমন সন্দেহ থেকে বিভিন্ন সময় আনিছ ও অভিযুক্ত রোকিয়া বেগমের মধ্যে বাগবিতণ্ডা চলে আসছিল। সেই ক্ষোভ থেকেই হত্যা করা হয় আনিছকে।

মামলার এজাহারে নিহতের স্ত্রী মমতা বেগম উল্লেখ করেন, পাওনা টাকার লেনদেনের সূত্র ধরে রোকিয়ার বাসায় যায় আনিছ। সেখানে আনিসকে দরজার সাথে ধাক্কা দিলে ফ্লোরে পড়ে জ্ঞান হারায় সে। পরে আনিছ মারা যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, প্রাথমিকভাবে আসামির সাথে কথা বলে জানতে পেরেছি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

আনিছ অন্য পুরুষের সাথে সম্পর্ক আছে সন্দেহ করে রোকিয়ার সাথে ঝগড়া করত। সেই ক্ষোভ থেকে তাকে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(টিজি/এএস/সেপ্টেম্বর ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test