E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগরে ১৩৩টি দুর্গাপূজা 

১২টি শ্রেষ্ঠ প্রতিমাকে আকর্ষণীয় পুরস্কার দেয়ার ঘোষণা নবাগত ওসির

২০২৩ অক্টোবর ০৪ ১৮:২৩:৪৩
১২টি শ্রেষ্ঠ প্রতিমাকে আকর্ষণীয় পুরস্কার দেয়ার ঘোষণা নবাগত ওসির

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এই প্রথমবারের মতো শারদীয় দুর্গাপূজায় পুলিশের পক্ষ থেকে ১২টি শ্রেষ্ঠ প্রতিমাকে আকর্ষণীয় পুরস্কার দেয়ার ঘোষণা দেয় হয়েছে।

আজ বুধবার সকালে নবীনগর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার লক্ষে স্থানীয় সুধীজন ও পুজার্থীদের সঙ্গে আয়োজিত পুলিশের এক মতবিনিময় সভায় সভাপতির সমাপনী বক্তব্য প্রদানকালে নবাগত ওসি মাহবুব আলম পুরস্কার প্রদানের এ ঘোষণা দেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. সিরাজুল ইসলাম।

নবীনগর উপজেলা পুজা উদযাপন পরিষদের সদস্য সচিব সঞ্জয় সাহার সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুজা উদযাপন পরিষদের আহবায়ক এডভোকেট বিনয় চক্রবর্তী, ইন্সপেক্টর (তদন্ত) মো. সোহেল মিয়া, আওয়ামীলীগ নেতা প্রবীর ভট্টাচার্য, বিপুল সাহা, টিটন পাল, ইউপি চেয়ারম্যান নুরে আলম, আক্তারুজ্জামান, জাহাঙ্গীর আলম, ভিপি মারুফ, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, মানিক বিশ্বাস, পার্থ পাল, সীতানাথ সূত্রধর, স্বরস্বতী বর্মণ, মিঠু সূত্রধর পলাশ প্রমুখ।
মতবিনিময় সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে দুর্গাপূজা চলাকালে বিকেল ৫টা থেকে ভোর ৫ টা পর্যন্ত পুজামন্ডপের আশেপাশে মটর সাইকেল চলাচল বন্ধ রাখা,সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত রাখা, মন্ডপগুলোতে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য রাখা, পুজামন্ডপে ডিজে গান সম্পূর্ণ বন্ধ রাখা, সব পুজামন্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা, পুজা চলাকালীন প্রতিদিন রেবের টহল জোরদার করা ও প্রতিটি মন্ডপে সম্প্রীতি কমিটি গঠন করে দুর্গাপুজার সার্বিক শান্তি শৃংখলা বজার রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

মতবিনিময় শেষে নবীনগর থানার ওসি মাহবুব আলম বলেন, 'এবারের দুর্গাপূজা জাঁকজমক ও সাড়ম্বরে উদযাপনের লক্ষে উপজেলার ১৩৩টি পুজামন্ডপ থেকে বাছাই করে মোট ১০টি শ্রেষ্ঠ প্রতিমা ও ২টি শ্রেষ্ঠ পুজা মন্ডপ কমিটিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই প্রথমবারের মতো আকর্ষণীয় ক্রেষ্ট ও পুরস্কার প্রদান করা হবে। যা দেখে অন্যরাও যেন উৎসাহিত হতে পারেন।'

প্রসঙ্গত, এ বছর নবীনগর উপজেলার ১টি পৌরসভাসহ ২১ টি ইউনিয়নে মোট ১৩৩টি দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

(জিডি/এসপি/অক্টোবর ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test